Mary Kom

কোয়রান্টিনে থাকার নির্দেশ না মেনে রাষ্ট্রপতি ভবনে, বিতর্কে মেরি কম

কোয়রান্টিনে থাকার নির্দেশ অমান্য করে এ বার বিতর্কে দেশের তারকা মহিলা বক্সার মেরি কম।

Advertisement

সংবাদ সংস্থা

নয়া দিল্লি শেষ আপডেট: ২১ মার্চ ২০২০ ১৯:৪৫
Share:

নিয়ম না মেনে রাষ্ট্রপতি ভবনে গিয়ে বিতর্কে মেরি। ছবি— টুইটার।

বিদেশ থেকে ফিরলেই ১৪ দিন বাধ্যতামূলক কোয়রান্টিনে থাকার নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কেন্দ্রীয় সরকার। সেই নিয়ম লঙ্ঘন করে এ বার বিতর্কে দেশের তারকা মহিলা বক্সার মেরি কম

Advertisement

এশিয়া-ওশেনিয়া অলিম্পিক কোয়ালিফায়ার-এ প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জর্ডনের রাজধানী আম্মানে গিয়েছিলেন মেরি। টুর্নামেন্ট শেষ করে ১৩ মার্চ দেশে ফিরে আসেন মেরি। নিয়ম অনুযায়ী, বিদেশ থেকে ঘরে ফেরার পরে ১৪ দিন গৃহবন্দি থাকার কথা ছিল মেরি কমের। কিন্তু ১৮ মার্চ প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ আয়োজিত ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন এই নামী বক্সার।

প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে সেই ব্রেকফাস্ট অনুষ্ঠানের একাধিক ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিতে অন্যদের সঙ্গে মেরি কমকেও দেখা যাচ্ছে। সেই ছবির ক্যাপশন হিসেবে লেখা, ‘‘উত্তর প্রদেশ ও রাজস্থানের সাংসদদের নিয়ে রাষ্ট্রপতি ভবনে ব্রেকফাস্টের আয়োজন করেছিলেন প্রেসিডেন্ট কোবিন্দ।’’

Advertisement

আরও পড়ুন: ফুটবল নয়, টয়লেট পেপার নিয়ে বেইতিয়ার এই জাগলিং দেখেছেন?

এ দিকে বক্সিং কোচ সান্তিয়াগো নিয়েভা জানান, জর্ডনে যাঁরা গিয়েছিলেন, তাঁদের সবাইকে কোয়রান্টিনে রাখা হয়েছে। মেরি কম অবশ্য স্বীকার করে নিয়েছেন, তিনি প্রেসিডেন্টের দেওয়া ব্রেকফাস্ট পার্টিতে উপস্থিত ছিলেন।

সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন করোনাভাইরাসে আক্রান্ত গায়িকা কণিকা কপূর। নিজেকে ১৪ দিন হোম কোয়রান্টিন করে রাখার পরিবর্তে বেশ কয়েকটি পার্টিতে যান তিনি। সেই পার্টিতে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া এবং তাঁর পুত্র সাংসদ দুষ্মন্ত সিংহ-ও।

আরও পড়ুন: এ বার বিতর্ক করোনা আতঙ্কে পিছিয়ে যাওয়া ইউরো কাপের নাম নিয়েও

মেরি অবশ্য এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘জর্ডন থেকে ফেরার পরে আমি বাড়িতেই রয়েছি। আমি কেবল প্রেসিডেন্টের ইভেন্টে অংশ নেওয়ার জন্য গিয়েছিলাম। সেখানে দুষ্মন্তর সঙ্গে হাতও মেলাইনি। জর্ডন থেকে ফেরার পরে আমার কোয়রান্টিন অবস্থা শেষ হয়েছে। আরও তিন-চার দিন আমি বাড়িতেই থাকব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন