অলিম্পিক্সে কোয়ালিফাই করতে পারলেন না মেরি

রিও-তে পাড়ি জমাতে পারলেন না বক্সার মেরি কম। তার আগেই ছিটকে গেলেন রিং থেকে। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতে ভারতবাসীকে যে স্বপ্ন দেখিয়েছিলেন মেরি, রিও পৌঁছনোর আগেই সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মে ২০১৬ ১৭:০২
Share:

রিও-তে পাড়ি জমাতে পারলেন না বক্সার মেরি কম। তার আগেই ছিটকে গেলেন রিং থেকে। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতে ভারতবাসীকে যে স্বপ্ন দেখিয়েছিলেন মেরি, রিও পৌঁছনোর আগেই সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। এআইবিএ ওয়ার্ল্ড উইমেন’স বক্সিং চ্যাম্পিয়নশিপের ৫১ কেজির বিভাগের দ্বিতীয় রাউন্ডে জার্মানির আজিজে নিমানির কাছে ২-০তে হেরে যান তিনি। সেই সঙ্গেই রিওর আশাও শেষ হয়ে যায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কমের।

Advertisement

শনিবার রিঙে নেমে সুইডেনের জুলিয়ানা সডারস্টর্মকে কোনও সুযোগ না দিয়ে প্রথম রাউন্ড ৩-০তে জিতে নেন মেরি। কিন্তু দ্বিতীয় রাউন্ডে জার্মানির আজিজে নিমানির বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন। পারেননি শেষ রক্ষা করতে। পারলেন না রিও-র তরীতে উঠতেও।

আরও পড়ুন...

Advertisement

আক্রান্ত হতে পারেন নরসিংহ, আশঙ্কা পুলিশের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement