রিওর শেষ সুযোগ নিতে মরিয়া মেরি

গত মাসে এশিয়ান কোয়ালিফায়ারে পারেননি। কাজাখস্তানে সামনের মাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপই শেষ সুযোগ রিও অলিম্পিক্সে কোয়ালিফাই করার। সেই সুযোগ কোনওমতে হাতছাড়া করবেন না।

Advertisement
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৬ ০৪:৩৭
Share:

গত মাসে এশিয়ান কোয়ালিফায়ারে পারেননি। কাজাখস্তানে সামনের মাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপই শেষ সুযোগ রিও অলিম্পিক্সে কোয়ালিফাই করার। সেই সুযোগ কোনওমতে হাতছাড়া করবেন না। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ও গত অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী মেরি কমের গলায় সেই শপথ-ই।

Advertisement

শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘খুব খাটছি প্র্যাকটিসে। মে মাসে কাজাখস্তানের আস্তানা থেকে অলিম্পিক্সে কোয়ালিফাই করতে। ওখানে নিজের সেরাটা দিতে পারব বলেই আশা করছি।’’ পাশাপাশি কোয়ালিফাইংয়ের হার্ডল পেরোলে তার পরের স্বপ্নটাও আগাম জানিয়ে রাখলেন ‘ম্যাগনিফিসেন্ট মেরি’। বললেন, ‘‘আমার স্বপ্ন অলিম্পিক্স সোনা জেতা। যে রকম প্রস্তুতি চলছে তাতে আমি সন্তুষ্ট। নিজের দুর্বলতাগুলো সারাতে প্রাণপণ খাটছি। গতি আর টেকনিক আরও উন্নত করার চেষ্টাও চলছে।’’ জানেন এটাই শেষ সুযোগ রিওর টিকিট পাওয়ার। তাই মেরি জানিয়ে রাখছেন, ‘‘আমাকে আস্তানায় ফাইনালে উঠতেই হবে।’’

শোনা যাচ্ছে মেরির নাম রাজ্যসভায় মনোনয়নের জন্য ভাবা হচ্ছে। এ প্রসঙ্গে জানতে চাইলে মেরি বলেন, ‘‘এটা আমার জন্য বিরাট সম্মানের। তবে এখনও এ ব্যাপারটা নিয়ে ভাবিনি। শুধু প্র্যাকটিস আর পরের টুর্নামেন্ট নিয়ে ফোকাস করছি।’’ পাশাপাশি মেরি আরও বলেন এশিয়ান আর কমনওয়েলথ গেমসের অন্তর্ভুক্ত হওয়ার পর ভারতে মেয়েদের বক্সিংয়ে অনেক বদল এসেছে, ‘‘এখন কিন্তু লড়াইটা আরও কঠিন হয়ে উঠছে। উঠতি বক্সাররা আরও উন্নতি করছে। আমাদের তাই আরও সমর্থন চাই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement