জিতে মেরি বললেন, এখনও শিখছি

মঙ্গলবার ইন্ডিয়ান ওপেনে নেপালের মালা রাইকে হারিয়ে মেরি পৌঁছলেন সেমিফাইনালে। সঙ্গে এই প্রতিযোগিতায় পদক নিশ্চিত করেছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মে ২০১৯ ০৪:৫৭
Share:

বিজয়িনী: ৫১ কেজি বিভাগে ফিরেই জিতলেন মেরি। পিটিআই

বিশ্বজয় করেছেন ছ’বার। ভারতীয় মহিলা বক্সিংয়ের অন্যতম মুখ তিনিই। সেই মেরি কম এ বার এগোচ্ছেন গুয়াহাটিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওপেন বক্সিং প্রতিযোগিতায় সোনা জয়ের লক্ষ্যে।

Advertisement

ইন্ডিয়ান ওপেনে ৫১ কেজি বিভাগে প্রথম বার নেমেছেন মেরি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভাল ফল করতে চান বলে গত মাসেই এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করেছিলেন লন্ডন অলিম্পিক্সে পদকজয়ী ভারতের এই মহিলা বক্সার।

মঙ্গলবার ইন্ডিয়ান ওপেনে নেপালের মালা রাইকে হারিয়ে মেরি পৌঁছলেন সেমিফাইনালে। সঙ্গে এই প্রতিযোগিতায় পদক নিশ্চিত করেছেন তিনি। নেপালের বক্সারের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মেরি। সেই মেজাজেই প্রতিপক্ষকে হারান ৫-০। মেরির কাছে হারের পরেও হতাশ নন নেপালের বক্সার মালা। বরং বাউটের পরে মেরিকে জড়িয়ে হাসতে থাকেন তিনি। তাতে অবাক মেরিও। বলছেন, ‘‘এই অভিজ্ঞতা থেকেও অনেক কিছু শিখলাম। প্রতিপক্ষ বেশ অভিজ্ঞ ছিল। দেশের মাটিতে নিজের সেরাটা দিয়ে ভারতকে গর্বিত করতে মুখিয়ে সবাই।’’ সেমিফাইনালে মেরির প্রতিপক্ষ নিখাত জ়ারিন।

Advertisement

মহিলাদের ৬০ কেজি বিভাগেও ভারতের পদক নিশ্চিত করেছেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সরিতা দেবীও। সেমিফাইনালে যাওয়ার পথে এ দিন তিনিও ৫-০ হারালেন প্রীতি বেনিওয়ালকে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement