বাংলাদেশ বোলারদের প্রশংসায় স্মিথ, মাশরাফি বললেন আরও ভাল হতে পারত

তামিম ইকবালের না থাকাটাই হয়তো কাল হয়ে গেল বাংলাদেশ দলের জন্য। সকাল থেকেই অসুস্থ ছিলেন তামিম। কিন্তু ভাবা হয়েছিল সুস্থ হয়ে নামতে পারবেন মাঠে। শেষ পর্যন্ত তা হল না। সকাল থেকেই ফুড পয়জন আর জ্বরে কাবু দলের এক নম্বর ব্যাটসম্যান। ফর্মের শীর্ষে রয়েছেন এখন তামিম ইকবাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ২৩:৫২
Share:

তামিম ইকবালের না থাকাটাই হয়তো কাল হয়ে গেল বাংলাদেশ দলের জন্য। সকাল থেকেই অসুস্থ ছিলেন তামিম। কিন্তু ভাবা হয়েছিল সুস্থ হয়ে নামতে পারবেন মাঠে। শেষ পর্যন্ত তা হল না। সকাল থেকেই ফুড পয়জন আর জ্বরে কাবু দলের এক নম্বর ব্যাটসম্যান। ফর্মের শীর্ষে রয়েছেন এখন তামিম ইকবাল। সৌম্য সরকারের সঙ্গে ওপেন করতে নেমে তিনিই দলকে বার বার পৌঁছে দিয়েছেন বড় রানে। তার উপর সৌম্য যখন ফর্মের ধারে কাছে নেই। এমন অবস্থায় বাংলাদেশকে ভোগাল তামিমের অনুপস্থিতি। ম্যাচের সেরা হলেন খোয়াজা।

Advertisement

ম্যাচ শেষে কে কী বললেন দেখে নেওয়া যাক:

Advertisement

উসমান খোয়াজা (ম্যাচের সেরা): দলের কাজে লেগে ভাল লাগছে। নিউজিল্যান্ডের কাছে হারের পর জয়ে ফিরে ফেরাটা খুব দরকার ছিল। এখানে তিন-চারটি ম্যাচ খেলা হয়ে গেল। প্রতিদিনই শিখছি। বিভিন্ন ধরণের প্লেয়ার, ভিন্ন পেস, লেন্থের সঙ্গে মানিয়ে নিচ্ছি। আমরা খেলার খুব বেশি ট্র্যাভেল করছি। এবার আমরা মোহালিতে যাব। সেখানে এক সপ্তাহ থাকব। যেটা বেশ ভাল।

মাশরাফি মোর্তাজা (বাংলাদেশ অধিনায়ক): প্রথম ছ’ওভার খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি এই মাঠে অনেক রান ওঠে। আমাদের ফিল্ডিং আর বোলিং আরও ভাল হওয়া উচিত ছিল। মাহমুদুল্লাহ খুব ভাল খেলেছে। মিঠুন আর সাকিবও ভাল খেলেছে। পর পর দুটো ম্যাচ হারলাম ঠিকই। কিন্তু এখনও দুটো ম্যাচ হাতে রয়েছে। দেখা যাক কী হয়।

স্টিভ‌েন স্মিথ (অস্ট্রেলিয়া অধিনায়ক): শেষের দিকে আমরাই ম্যাচটাকে কঠিন করে ফেলেছিলাম। মাঝামাঝি সময় থেকে বাংলাদেশ বোলাররাও খুব ভাল বল করতে শুরু করে। দলের প্রথম ৪ ব্যাটসম্যানের উপর অনেকটাই নির্ভর করে। আমাদের মিডল অর্ডারও ভাল খেলতে পারেনি। আমাদের খুব বেশি ট্র্যাভেল করতে হচ্ছে। তবে এটা কোনও অজুহাত হতে পারে না। পাকিস্তান ও ইন্ডিয়া এই পিচে ভাল করবে। আমাদেরও উন্নতি করতে হবে। আইপিএল-এ এমন পিচ হয় না তাই আমাদের প্লেয়ারদের মানিয়ে তিনে হবে।

আরও খবর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করেও হার সাকিবদের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement