Mashrafe Mortaza

করোনায় আক্রান্ত মাশরাফি বিন মোর্তাজা

করোনার উপসর্গ থাকায় শুক্রবার লালারস পরীক্ষা করিয়েছিলেন মাশরাফি। শনিবার দুপুরে সেই পরীক্ষার ফলাফলে পজিটিভ রিপোর্ট এসেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ২০ জুন ২০২০ ১৬:৫৮
Share:

বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মোর্তাজা। —ফাইল চিত্র।

বাংলাদেশে করোনা সংক্রমণের প্রথম দিন থেকে নড়াইল ২ নির্বাচনী এলাকায় ত্রাণ সহ বিভিন্ন কার্যক্রমে ছুটে চলার পরে এবারে নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মাশরাফি বিন মোর্তাজা। বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়কের গত তিন দিন ধরে জ্বর ও গায়ে ব্যথা ছিল। গতকাল রাতে পরীক্ষা করার পর আজ করোনা পজেটিভ এসেছে মাশরাফির। বাড়ির অন্য সদস্যরা এখনও সুস্থ, কারও করোনার উপসর্গ দেখা দেয়নি। পরিবারের এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, এখন মাশরাফির জ্বর নেই তেমন—হোম আইসোলেশনে চিকিৎসা চলছে তাঁর। আছেন ঢাকার মিরপুরের বাসাতে।

Advertisement

গত ১৫ জুন মাশরাফির শাশুড়ি ও শ্যালিকার মেয়ের করোনা পজিটিভ হওয়ার কথা জানা গিয়েছিল— তাঁরা ঢাকায় ইবনে সিনা হাসপাতালে রয়েছেন।

আরও পড়ুন: এক দিনের ক্রিকেটে দেশের সেরা অলরাউন্ডার হতে পারতাম, কিন্তু...

Advertisement

আরও পড়ুন: ২৪ বছর আগের সেই দিন... অভিষেক টেস্টকে টুইটে স্মরণ সৌরভের

করোনার উপসর্গ থাকায় শুক্রবার লালারস পরীক্ষা করিয়েছিলেন মাশরাফি। শনিবার দুপুরে সেই পরীক্ষার ফলাফলে পজিটিভ রিপোর্ট এসেছে।

বাংলাদেশের এই সাবেক অধিনায়কের ক্রিকেটার পরিচয়ের বাইরে এখন রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি বাংলাদেশের নড়াইল ২ আসনের আওয়ামি লিগের সংসদ সদস্য। সংক্রমণের শুরু থেকেই নড়াইলকে করোনামুক্ত রাখার জন্য অত্যন্ত ব্যস্ত ছিলেন মাশরাফি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন