Cricket

ধোনি ও কেদারের ব্যাটে ম্লান অস্ট্রেলিয়া, সিরিজে এগিয়ে গেল ভারত

বিশ্বকাপের আগে এটাই শেষ ওয়ানডে সিরিজ। অজিদের মাটি ধরানোর পাশাপাশি বিরাট কোহলির দলের শক্তি পরীক্ষা করে নেওয়া এবং পরীক্ষা-নিরীক্ষার এটাই শেষ সুযোগ। প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে গেল ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৯ ১৭:৩৪
Share:

ধোনি ও কেদার জেতালেন প্রথম ওয়ানডে। ছবি: পিটিআই

টি-টোয়েন্টি সিরিজে হারের প্রতিশোধ নেওয়ার বড় সুযোগ এখন ভারতের সামনে। ওয়ানডে সিরিজের শুরুটাই ভারত করল দুদ্দাড়িয়ে। হায়দরাবাদের প্রথম ম্যাচেই ভারত ৬ উইকেটে হারাল অস্ট্রেলিয়াকে। শনিবার মহম্মদ শামির নেতৃ্ত্বে ভারতীয় বোলারদের দৌরাত্ম্যে নির্ধারিত ৫০ ওভারের শেষে অস্ট্রেলিয়া তুলেছিল সাত উইকেটে ২৩৬ রান। জবাবে ব্যাট করতে নেমে ১০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।

Advertisement

এই জয়ের পিছনে অবদান রয়েছে মহেন্দ্র সিংহ ধোনি ও কেদার যাদবের। ধোনি এদিন খেলেন অপরাজিত ৫৯ রানের ইনিংস। কেদার যাদব অপরাজিত থেকে যান ৮১ রানে।

ওপেন করতে নেমে রান পাননি শিখর ধবন (০)। রোহিত শর্মা (৩৭), বিরাট কোহলি (৪৪) ও রায়ডু (১৩) ফিরে যাওয়ার পরে ভারতের ইনিংসের হাল ধরেন ধোনি ও কেদার যাদব। দু’জনে পঞ্চম উইকেটে ১৪১ রানের পার্টনারশিপ গড়েন। এই পার্টনারশিপই ভারতকে এনে দেয় জয়।

Advertisement

আরও পড়ুন: কেন দলে নেই লোকেশ রাহুল, ঋষভ পন্থ? তর্ক সোশ্যাল মিডিয়ায়

আরও পড়ুন: মোহালি-নয়াদিল্লি থেকে সরছে না ওয়ানডে, জানিয়ে দিল বিসিসিআই

বিশ্বকাপের আগে এটাই শেষ ওয়ানডে সিরিজ। অজিদের মাটি ধরানোর পাশাপাশি বিরাট কোহলির দলের শক্তি পরীক্ষা করে নেওয়া এবং পরীক্ষা-নিরীক্ষার এটাই শেষ সুযোগ। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় বোলাররা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের পরীক্ষা নেন। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরু থেকেই দাপটের সঙ্গে বোলিং করতে দেখা যায় ভারতীয় বোলারদের।

১.৩ ওভারেই প্রথম উইকেট যায় অস্ট্রেলিয়ার। শুরুতেই অ্যারন ফিঞ্চকে (০) ফিরিয়ে দেন জশপ্রীত বুমরাহ। শুরুর ধাক্কা সামলানোর চেষ্টা করেন উসমান খোওয়াজা ও মার্কাস স্টোয়নিস। কেদার যাদব ফেরান স্টোয়নিসকে (৩৭)। অস্ট্রেলিয়ার রান তখন ২ উইকেটে ৮৭।

স্কোর বোর্ডে আরও ১০ রান যোগ করার পরে খোয়াজাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান কুলদীপ যাদব। বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন, দেশের মাটিতে ভারতের রিস্ট স্পিনারদের সামলাতে বেগ পেতে হবে অজিদের। হায়দরাবাদেও তাই হল। হ্যান্ডসকম্বকে (১৯) ফেরান কুলদীপ। ঠিক ভাবে পার্টনারশিপ গড়তে না গড়তেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে অজিরা।

ভদ্রস্থ রান গড়তে অজিরা নির্ভর করেছিল গ্লেন ম্যাক্সওয়েলের চওড়া ব্যাটের উপরে। কিন্তু মহম্মদ শামির বল বুঝতে না পেরে ম্যাড ম্যাক্স-এর (৪০) অফ স্টাম্প মাটিতে লুটোপুটি খায়। তার আগে অবশ্য টার্নারকে (২১) তুলে নেন শামি। শেষ পর্যন্ত ক্যারে ৩৬ রানে অপরাজিত থাকেন। ভারতীয় বোলারদের মধ্যে শামি, বুমরা ও কুলদীপ দুটি করে উইকেট নেন। কেদার যাদবের ঝুলিতে একটি উইকেট। পরে ব্যাট করতে নেমে কেদার যাদব গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ম্যাচের সেরাও তিনি।

সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া ২৩৬/৭ (৫০ ওভার)

ভারত ২৪০/৪ (৪৮.২ ওভার)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement