GST

মাঠে-ময়দানে জিএসটির প্রভাব কী পড়ছে, দেখে নিন

ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে কবাডি সব খেলার টিকিটের দামই বাড়তে চলেছে জিএসটির সৌজন্যে। জিএসটি চালু হওয়ার পর দাম বাড়তে চলেছে আইপিএলের টিকিটেরও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৭ ২০:৩৫
Share:

প্রতীকী ছবি।

আজ মধ্যরাত থেকে লাগু হচ্ছে পণ্য পরিষেবা কর। জিএসটি চালু হলে সুবিধা কী হবে, অসুবিধাই বা কী সেই নিয়ে ধন্দে গোটা ভারত। তবে, জিএসটি বোধহয় ক্রীড়প্রেমীদের জন্যে খারাপ খবরই আনতে চলেছ।

Advertisement

আরও পড়ুন: রবিবার বৈঠকে বসছেন চুক্তিহীন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে কবাডি সব খেলার টিকিটের দামই বাড়তে চলেছে জিএসটির সৌজন্যে। জিএসটি চালু হওয়ার পর দাম বাড়তে চলেছে আইপিএলের টিকিটেরও। আইপিএলের আড়ম্বর ও কোটি কোটি টাকার লগ্নির কথা মাথায় রেখে ২৮ শতাংশ কর বসতে চলেছে বিশ্বের অন্যতম আকর্ষণীয় ক্রিকেট টুর্নামেন্টের টিকিটের উপর। তবে আইপিএলের টিকিটের উপর ২৮ শতাংশ কর বসলেও, আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবল ও হকি ম্যাচের টিকিটের উপর অত্যাধিক কর বসছে না। ১৮ শতাংশ কর দিতে হবে এই সব খেলা মাঠে বসে দেখতে হলে। চলতি বছরের অক্টোবর থেকে শুরু হওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিটের উপর পড়বে এর প্রভাব।

Advertisement

তবে, এত খারাপের মধ্যেও কিন্চিৎ ভালো খবর আছে ক্রীড়াপ্রেমীদের জন্য। টিকিটের মূল্য ২৫০ টাকা অথবা তার কম হলে তার উপর জিএসটি কার্যকর হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement