কাঁদলেন মেরি

পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। অলিম্পিক্সের ব্রোঞ্জ জয়ী। তবু নিজের দেশেই নির্বাচক ও রেফারিদের বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলে কাঁদতে হল এম সি মেরি কমকে। বত্রিশ বছরের বক্সিং তারকা বলেছেন, ‘‘কিছু নির্বাচক আর রেফারির আচরণে অসম্ভব হতাশ লাগে। তাঁরা অবধারিত আমাকে পিছনে ঠেলার চেষ্টা করেন।

Advertisement
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০৭
Share:

পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। অলিম্পিক্সের ব্রোঞ্জ জয়ী। তবু নিজের দেশেই নির্বাচক ও রেফারিদের বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলে কাঁদতে হল এম সি মেরি কমকে। বত্রিশ বছরের বক্সিং তারকা বলেছেন, ‘‘কিছু নির্বাচক আর রেফারির আচরণে অসম্ভব হতাশ লাগে। তাঁরা অবধারিত আমাকে পিছনে ঠেলার চেষ্টা করেন। হতে পারে আমি উত্তর-পূর্বাঞ্চলের মেয়ে বলে। কিন্তু তবুও আমি তো ভারতীয়!’’ বলে মুম্বইয়ে এক অনুষ্ঠানে কেঁদে ফেলেন তিনি। মেরির প্রধান অভিযোগ, পঁচিশ বছরের হরিয়ানার বক্সার পিঙ্কি ঝাঙ্গরাকে সামনে রেখে তাঁকে কোণঠাসা করার চেষ্টা চলছে। বলেছেন, ‘‘প্রত্যেক প্রতিযোগিতায় ওকে হারিয়ে সোনা জিতে নিজেকে প্রমাণ করে চলেছি। তবু একটা নোংরা খেলা চলছে।’’ ২০১৪ কমনওয়েলথ গেমসের যোগ্যতা পর্বে মেরিকে বিতর্কিত ভাবে হারিয়েছিলেন পিঙ্কি। অলিম্পিক এগিয়ে আসায় সেই বিতর্ক আবার মাথা চাড়া দিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement