টাটার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন মেসি

টাটার যাত্রিবাহী যানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন লিওনেল মেসি। পৃথিবী জুড়েই টাটার গাড়ির প্রচার চালাবেন এই স্পোর্টস আইকন। তাই এ বার টাটার হয়ে ‘নমস্তে ইন্ডিয়া’ বলবেন বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৫ ০৯:৩৩
Share:

এএফপি-র ফাইল চিত্র।

টাটার যাত্রিবাহী যানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন লিওনেল মেসি। পৃথিবী জুড়েই টাটার গাড়ির প্রচার চালাবেন এই স্পোর্টস আইকন। তাই এ বার টাটার হয়ে ‘নমস্তে ইন্ডিয়া’ বলবেন বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার।

Advertisement

মেসিকে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে পেয়ে স্বাভাবিক ভাবেই বেজায় খুশি টাটা মোটরস। সংস্থার পক্ষ থেকে মায়াঙ্ক পারেখ বলেন, ‘‘মেসি এক জন বিজয়ী। আত্মবিশ্বাসে ভরপুর। তরুণ প্রজন্মের কাছে তিনি আইকন। মাঠে তাঁর সংকল্প বিপক্ষের আতঙ্কের কারণ। মাঠে তাঁর পায়ের জাদুতে আমরা বারবার মুগ্ধ হয়েছি। মেসিকে অ্যাম্বাসাডর হিসেবে পেয়ে আমরা গর্বিত। ওঁর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি সেরে ফেলেছি আমরা।’’

বিশ্ববাজারে মেসির আবেদন প্রশ্নাতীত। শুধু তাঁর নামেই কত ব্র্যান্ডের ব্যবসা চড়চড় করে বেড়েছে তার হিসাব মেলা ভার। মেসি ম্যানিয়াকে কাজে লাগিয়েই পৃথিবীর গাড়ি বাজারে নিজেদের জায়গাটা পাকা করতে চাইছে টাটা মোটরস। খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে মেসিকে নিয়ে তাদের প্রথম কমার্শিয়াল শ্যুটিং। অন্য দিকে, এই প্রথম বার ভারতীয় কোনও সংস্থার সঙ্গে জুড়তে পেরে খুশী মেসিও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement