মহারণের আগে ত্রিমূর্তিরই গোল

কারও পৌষ মাস, কারও সর্বনাশ। পরের সপ্তাহেই পুরনো ছাত্রদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে নামার আগে যাবতীয় নীল-নকশা ছকার মধ্যেই বায়ার্ন মিউনিখ কোচ পেপ গুয়ার্দিওলার শিবিরে সমস্যার কালো মেঘ। একে পেনাল্টি নষ্ট করে জার্মান কাপ সেমিফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হারের ধাক্কা। তার উপর মেসির প্রাক্তন গুরুর কপালের ভাঁজ বাড়াচ্ছেন আর্জেন রবেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৫ ০২:৪৩
Share:

বার্সার গোল উৎসব। ছবি: এএফপি।

কারও পৌষ মাস, কারও সর্বনাশ।

Advertisement

পরের সপ্তাহেই পুরনো ছাত্রদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে নামার আগে যাবতীয় নীল-নকশা ছকার মধ্যেই বায়ার্ন মিউনিখ কোচ পেপ গুয়ার্দিওলার শিবিরে সমস্যার কালো মেঘ।

একে পেনাল্টি নষ্ট করে জার্মান কাপ সেমিফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হারের ধাক্কা। তার উপর মেসির প্রাক্তন গুরুর কপালের ভাঁজ বাড়াচ্ছেন আর্জেন রবেন। মঙ্গলবারই কাফ মাসলের চোটে বাকি মরসুমের জন্যই বাইরে চলে গিয়েছেন বায়ার্নের তারকা ডাচ উইঙ্গার। এখানেই শেষ নয়। বরুসিয়া ম্যাচে সংঘর্ষে চোয়াল আর নাক ভেঙে মেসিদের বিরুদ্ধে অনিশ্চিত লেওয়ানডস্কি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লেওয়ানডস্কি এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে মাঠে ফেরার ব্যাপারে আশা প্রকাশ করলেও বায়ার্ন টিম ম্যানেজমেন্ট সেটাকে ম্যাজিক হিসেবেই আপাতত ভাবছে।

Advertisement

স্বভাবতই মহারণের আগে প্রাক্তন কোচের টিমের এই অগোছাল অবস্থায় তাদের যেন ফুটন্ত কড়াইয়ে ফেলে ভাজার জন্য ঠোঁট চাটছেন জাভি। ‘‘আমাদের বিরুদ্ধে রবেন, লেওয়ানডস্কি না খেললে তো ফেভারিট আমরাই,’’ বলছেন বার্সা মাঝমাঠের স্তম্ভ। এমনিতেই লুই এনরিকের গোটা টিমকে গত রাতে চনমনে দেখিয়েছে। জার্মান কাপে বায়ার্নের হোঁচট খাওয়ার রাতেই লা লিগায় হাফডজন গোলের মালা বিপক্ষকে পরাল বার্সেলোনা। মেসি, নেইমার, সুয়ারেজ— তিন মহাতারকাও গোলের মধ্যে। বার্সার জার্সিতে ত্রয়ীর মিলিত ভাবে গোলের সেঞ্চুরিও (আপাতত ১০২) হয়ে গেল মঙ্গলবার। গেতাফের বিরুদ্ধেও ‘এমএনএস মেশিন’ ঝলসাল। মেসি, নেইমারের পাশে সুয়ারেজের জোড়া গোল। যার পরে সুয়ারেজ হুঙ্কার ছেড়েছেন, ‘‘বায়ার্নের জন্য পুরোপুরি তৈরি আমরা।’’ শুধু বর্তমানই নন, আবিদালের মতো বার্সার প্রাক্তনও বলছেন, ‘‘পেপ গুয়ার্দিওলা বড় কোচ হতে পারেন কিন্তু মেসি-নেইমার-সুয়ারেজ ত্রিফলা সামাল দেওয়া বিরাট কঠিন চ্যালেঞ্জ হবে পেপের।’’

কী বলছেন গুয়ার্দিওলা? ‘‘আমাদের আশার কথা আলকান্তারা আর রিবেরিকে পাচ্ছি বার্সা ম্যাচে। ওদের চোট আর গুরুতর নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন