বার্সাকে মেসির সতর্কবার্তা

এক স্প্যানিশ দৈনিকের মতে রিয়ালের সাফল্যে ক্ষুব্ধ মেসি। যিনি বার্সেলোনাকে জানিয়ে দিয়েছেন পরের মরসুমে দলবদল বাজার থেকে বিশ্বমানের প্রতিভা না তুলতে পারলে ভুগবে বার্সা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুন ২০১৭ ১৩:৩০
Share:

রিয়াল মাদ্রিদের স্বপ্নের মরসুম দেখার পর আরও সতর্ক হয়ে মাঠে নামতে চান লিওনেল মেসি।

Advertisement

এক স্প্যানিশ দৈনিকের মতে রিয়ালের সাফল্যে ক্ষুব্ধ মেসি। যিনি বার্সেলোনাকে জানিয়ে দিয়েছেন পরের মরসুমে দলবদল বাজার থেকে বিশ্বমানের প্রতিভা না তুলতে পারলে ভুগবে বার্সা। সঙ্গে এটাও জানিয়েছেন লা মাসিয়া থেকে আরও ফুটবলার তুলে আনতে হবে।

মেসির আশঙ্কা পঞ্চাশটার ওপর গোল করলেও শেষমেশ চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য হয়তো রোনাল্ডোর হাতে উঠবে ব্যালন ডি’ওর। তাই তিনি বার্সার বোর্ডকে বলে দিয়েছেন আগামী মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগাই প্রধান লক্ষ্য।

Advertisement

এরই মাঝে রিয়ালের বিরুদ্ধে তোপ দেগে আবার বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে বলছেন, গুয়ার্দিওলার অধীনের বার্সা দলের সঙ্গে কারওর তুলনা হয় না। ‘‘বছরের পর বছর আমরা যা জিতেছি তার সঙ্গে রিয়াল মাদ্রিদ গত দু’বছরে কী জিতেছে তার তুলনা হয় না। আমরা এত ট্রফি জিতেছিলাম বলেই রিয়াল শুধু মাত্র কোপা দেল রে জেতায় ট্রফি প্যারে়ড করেছিল,’’ বলছেন পিকে।

আরও পড়ুন: বেলজিয়ামের বিরুদ্ধে জয়ে ফেরেই জার্মানির কাছে হার ভারতের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন