আফগান ভক্তের সঙ্গে দেখা করতে চান মেসি

নীল-সাদা প্লাস্টিক ব্যাগ কেটে মেসির জার্সি বানিয়ে চমকে দিয়েছিল পাঁচ বছরের খুদে। আফগানিস্তানের সেই মেসি ভক্তের ছবি ভাইরাল হয়ে গিয়েছিল সোস্যাল মিডিয়ায়। এবার সেই ভক্তের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করলেন স্বয়ং লিওনেল মেসি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৪৬
Share:

নীল-সাদা প্লাস্টিক ব্যাগ কেটে মেসির জার্সি বানিয়ে চমকে দিয়েছিল পাঁচ বছরের খুদে। আফগানিস্তানের সেই মেসি ভক্তের ছবি ভাইরাল হয়ে গিয়েছিল সোস্যাল মিডিয়ায়। এবার সেই ভক্তের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করলেন স্বয়ং লিওনেল মেসি। কিছু করতে চান সেই ফ্যানের জন্য। পাঁচ বছরের মুর্তাজা আহমেদির তাঁর প্রতি ভালবাসা দেখেই এমন ইচ্ছে প্রকাশ করেছেন মেসি। কাবুল ফুটবল ফেডারেশনের তরফেই এই খবর জানানো হয়েছে। মেসি ভক্ত হলেও তাঁর জার্সি কেনার ক্ষমতা নেই মুর্তাজার। দুস্থ পরিবারে জন্ম। কিন্তু তাঁর মেসির প্রতি ভালবাসা প্রকাশ তিনি করেই ফেলেছেন অদ্ভুতভাবে। মুর্তাজার বড় ভাই হুমায়ুন। যার বয়স ১৫। তার মাথা থেকেই প্রথমে এই বুদ্ধি আসে। ছোট ভাইয়ের এই আবেগকে যেন আরও একটু উসকে দিতে চেয়েছিল দাদা। সেই প্লাস্টিক ব্যাগ কেটে বানিয়ে দেয় জার্সি। মার্কার পেন দিয়ে তাতে লিখে দেয় ১০ নম্বর। সেই পেয়েই খুশিতে আত্মহারা পাঁচ বছরের মেসি ভক্ত।

Advertisement

মেসির বাবা জানিয়েছেন, ‘‘মেসির কাছে এই খবর ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। ও সেই খুদে ভক্তর জন্য কিছু করতে চায়।’’ আফগানিস্তান ফুটবল ফেডারেশনের তরফ থেকে বলা হয়েছে, ‘‘মেসি মুর্তাজার সঙ্গে দেখা করতে চান। তবে কোথায় কিভাবে তা এখনও ঠিক হয়নি। এ ব্যাপারে ফেডারেশনের সঙ্গে কথা বলেছেন মেসি। আমরা চেষ্টা করছি। মেসি এখানে আসবেন না মুর্তাজা স্পেনে যাবে বা অন্য কোনও জায়গায় দেখা হবে এখন শুধু সেটাই ঠিক করা বাকি রয়েছে।’’

আরও খবর

Advertisement

শ্যানডং লুনেং ও ঠান্ডার সঙ্গে লড়াই মোহনবাগানের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement