মিলানে গলা ফাটাবেন আটলেটিকোর জন্য

রোনাল্ডোর হাত খালি দেখতে চান মেসি

তাঁর দল আগেই বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। কিন্তু যে দলের কাছে এ মরসুমের ত্রিমুকুট জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল লিও মেসিদের, সেই আটলেটিকো মাদ্রিদকে ইউরোপ সেরা হতে দেখতে চান স্বয়ং এলএম টেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মে ২০১৬ ০৪:৫৩
Share:

তাঁর দল আগেই বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। কিন্তু যে দলের কাছে এ মরসুমের ত্রিমুকুট জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল লিও মেসিদের, সেই আটলেটিকো মাদ্রিদকে ইউরোপ সেরা হতে দেখতে চান স্বয়ং এলএম টেন।
মিলানে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মাদ্রিদ ডার্বির এখনও বাকি আঠারো দিন। কিন্তু মেসি জানিয়ে দিলেন, তিনি গলা ফাটাবেন আটলেটিকোর জন্য। কারণটাও স্পষ্ট করে হলে দিচ্ছেন বার্সেলোনা রাজপুত্র। ‘‘বার্সেলোনায় কেউ চায় না রিয়াল মাদ্রিদ জিতুক। তাই আমি চাই ফাইনালে আটলেটিকো জিতুক।’’
স্পেনের ঘরোয়া ফুটবল মানেই রিয়াল-বার্সা আকচাআকচি। মাঠে এল ক্লাসিকো হোক, বা মাঠের বাইরে একে অপরকে কটাক্ষ— স্পেন তথা বিশ্ব ফুটবলের দুই হেভিওয়েট ক্লাব বরাবর কিছু না কিছু বিতর্কে জড়িয়েছে। এ বার মরসুমের প্রায় শেষ লগ্নে ফের বিতর্কের পারদ চ়ড়িয়ে দিলেন আর কেউ নন, লিও মেসি! সাফ জানিয়ে দিলেন, জিদান-রোনাল্ডো ট্রফি-শূন্য হয়ে মরসুম শেষ করার চেয়ে তাঁর কাছে বেশি তৃপ্তির আর কিছু নেই। ‘‘আমরা চাইছি রিয়াল কোনও ট্রফি ছাড়াই মরসুম শেষ করুক। আর আটলেটিকো মাদ্রিদকে হারানো অতটা সহজও হবে না।’’ তাঁর দলকে কোয়ার্টার ফাইনালে ছিটকে দিলেও মেসির মতে, দিয়েগো সিমিওনের আটলেটিকোর ইউরোপে যা পারফরম্যান্স, তা এককথায় অবিশ্বাস্য। ‘‘সিমিওনের প্রশংসা করতেই হবে। আটলেটিকোর এত ভাল সব পারফরম্যান্সের পিছনে কৃতিত্বও ওদের কোচের।’’
আটলেটিকোর প্রশংসা করলেও মেসির এখন বিশ্বাস, কোয়ার্টার ফাইনাল ম্যাচে বেশি ভাল দল ছিল বার্সেলোনা-ই। ‘‘চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়া আমাদের কাছে খুব বড় ধাক্কা ছিল। প্রথম লেগে আমরা আটলেটিকোর চেয়ে অনেক ভাল খেলেছিলাম। ওই ম্যাচে আমাদের আরও গোল করা উচিত ছিল। ভিসেন্তে কলদেরনে ম্যাচটা খুব কঠিন ছিল।’’
কিন্তু ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন শেষ হলেও মরসুম শেষ করার আগে নিজের বার্সা ট্রফি ক্যাবিনেটে আরও একটা লা লিগা এবং কোপা দেল রে জুড়তে পারেন মেসি। পরিস্থিতি যা তাতে স্প্যানিশ শেষ দিন দুর্বল গ্রানাদাকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন বার্সেলোনা। মেসি তাই বলছেন, ‘‘দারুণ হবে যদি লা লিগা আর কোপা দেল রে জিতে মরসুম শেষ করতে পারি আমরা। কিন্তু কাজটা সহজ হবে না। দুটো ট্রফি জিততে হলে দুটো ম্যাচও জিততে হবে আমাদের।’’
শতবর্ষের কোপা আমেরিকায় খেললেও রিও অলিম্পিক্সে আর্জেন্তিনার অধিনায়কত্ব করতে দেখা যাবে না মেসিকে। এলএম টেন তাতে একটু হতাশ হলেও দেশের হয়ে টানা দুটো টুর্নামেন্ট খেলার ধকলের সম্ভাবনায় যে কোনও একটাকে বেছে নিতে হল তাঁকে। ঠিক যেমন তাঁর বার্সা সতীর্থ অলিম্পিক্সে ব্রাজিল দলে থাকলেও কোপা খেলবেন না। মেসি বলছেন, ‘‘অলিম্পিক্সে খেলতে পারলে খুব ভাল হত। অলিম্পিক্স মানে স্পেশ্যাল কিছু।’’ তবে রিওতে না যেতে পারলেও গত বছরের কোপা-ব্যর্থতা ভুলে দলকে এ বার চ্যাম্পিয়ন করতে মরিয়া আর্জেন্তিনার রাজপুত্র। ‘‘এটা একটা নতুন কোপা। যুক্তরাষ্ট্রে হচ্ছে মানে স্টেডিয়ামগুলো আলাদা হবে। তাই আগে যে সব কোপায় খেলেছি তার চেয়ে এটা আলাদা হবে। আর আর্জেন্তিনার সুযোগ আছে ভাল কিছু করার।’’

Advertisement

‘পেনাল্টি গোল’ হয়তো ফুটবলে
২০১০ বিশ্বকাপে লুইস সুয়ারেজ অবধারিত একটা গোল বাঁচিয়ে ছিলেন হাত দিয়ে। এ রকম পরিস্থিতি ফের যাতে ফুটবলে না হয় সেই জন্য ‘পেনাল্টি গোল’ নিয়ম আনতে চাইছে আইএফএবি (আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড)। এই নতুন নিয়মে, অবৈধ ভাবে যদি কেউ হাত দিয়ে অবধারিত গোল আটকাতে যায় তা হলে বিপক্ষকে পেনাল্টি না দিয়ে সেটা গোল হিসেবেই ধরা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন