রণনীতি নিয়ে চুপ রোহিত

আইপিএলে নিজের ব্যাটিং অর্ডার আপাতত গোপনই রাখতে চান রোহিত শর্মা। তাঁদের রণনীতি কী হবে, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৮ ০৪:১৯
Share:

রোহিত শর্মা।

জাতীয় দলের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে তাঁকে ওপেন করতেই দেখা যায়। কিন্তু আইপিএলে নিজের ব্যাটিং অর্ডার আপাতত গোপনই রাখতে চান রোহিত শর্মা। তাঁদের রণনীতি কী হবে, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি।

Advertisement

শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল অভিযান। তার আগে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এসে মুম্বই অধিনায়ক রোহিত বলেন, ‘‘আমি এখনই জানাতে চাই না আইপিএলে কোথায় ব্যাট করতে নামব। আমাদের মিডল অর্ডার বেশ শক্তিশালী। ওপেনাররাও খুব ভাল। এভিন লিউইস (ওয়েস্ট ইন্ডিজ) আছে, ঈশান কিসান আছে। সাত তারিখ দেখব, আমি কত নম্বরে নামব। এখন ওটা গোপনই থাক।’’

অতীতে আইপিএলে রোহিতকে মিডল অর্ডার এবং ওপেনিং— দু’জায়গাতেই ব্যাট করতে দেখা গিয়েছে। সফলও হয়েছেন। এ বার ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মুম্বইকেই খেতাবের দাবিদার ধরছেন। রোহিত এবং মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে— দু’জনেই অবশ্য সে কথা মানতে নারাজ। রোহিত বলছেন, ‘‘আমরা এই তকমা নিয়ে টুর্নামেন্টে নামতে চাই না। আমরা বাকি দলগুলোর মতোই শক্তিশালী। আমরা যা চাই, সেটা আমাদের আছে। এতেই আমরা খুশি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন