ধারাভাষ্যে ক্লার্ক, কেপি

দশম আইপিএলের ধারাভাষ্যকারদের ‘এলিট টিম’-এ যোগ দিলেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের পাশাপাশি যে দলে আছেন কেভিন পিটারসেন, সুনীল গাওস্কররা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ০৩:৫৬
Share:

দশম আইপিএলের ধারাভাষ্যকারদের ‘এলিট টিম’-এ যোগ দিলেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের পাশাপাশি যে দলে আছেন কেভিন পিটারসেন, সুনীল গাওস্কররা। সদ্য শেষ হওয়া বর্ডার-গাওস্কর ট্রফির ধারাভাষ্যের দায়িত্ব সামলানো ক্লার্ক বলেছেন, ‘‘আগে এই টুর্নামেন্টে খেলোয়াড় হিসেবে নামতাম এ বার মাইক্রোফোন হাতে মজাদার অভিজ্ঞতার অপেক্ষায় আছি। ভারত আমার পছন্দের দেশ। টুর্নামেন্টটাও তাই। ধারাভাষ্যের দলে যোগ দিয়ে দারুণ লাগছে।’’ এ বার আইপিএলে ৪৭ দিনে মোট ২০ জন ধারাভাষ্যকার দেশের ১০টি কেন্দ্রে ধারাভাষ্য দেবেন। যে কাজে অভিজ্ঞ সঞ্জয় মঞ্জরেকর বলছেন, ‘‘আইপিএল বরাবরই আমার পছন্দের টুর্নামেন্ট। দশম আইপিএল নিয়েও খুব উত্তেজিত হয়ে আছি। মাঠে অনেক চমক থাকার আশা করছি। টুর্নামেন্টটা শুরু হওয়ার তর সইছে না।’’ পাশাপাশি মহিলা ধারাভাষ্যকার প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক লিসা স্থালেকর বলেছেন, ‘‘২০১৫ থেকে ধারাভাষ্যে মেয়েদের সুযোগ দেওয়াটা বিসিসিআইয়ের দারুণ একটা উদ্যোগ।’’

Advertisement

আরও পড়ুন: জীবনের সেরা আইপিএলের স্বপ্ন দেখছেন উমেশ যাদব

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement