কেকেআরের কাছে বিশ্রী হেরে টিম নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন পঞ্জাবের মেন্টর বীরেন্দ্র সহবাগ। বলেছিলেন, তাঁর পরামর্শ শোনা হচ্ছে না। বুধবার ফের সামনে কলকাতা, এ বার সহবাগকে দেখা গেল মিলারের ক্লাস নিতে। গম্ভীরের প্রাক্তন ওপেনিং পার্টনার কি পারবেন হারের বদলা নিতে?