সিএবি-র বার্ষিক হিসাব পাসই হয়নি, অভিযোগ মন্ত্রীর

বুধবার সিএবি-র ওয়ার্কিং কমিটির বৈঠকে কি আদৌ বার্ষিক আর্থিক হিসাব পাস হয়েছে? বুধবার রাজ্যের মন্ত্রী ও ওয়ার্কিং কমিটির অন্যতম সদস্য সুব্রত মুখোপাধ্যায়ের চাঞ্চল্যকর অভিযোগে নতুন করে এই প্রশ্ন উঠে গেল। যার উত্তরে সিএবি-র শীর্ষকর্তারা কেউ জোর গলায় সুব্রতবাবুর পাল্টা বক্তব্য রাখতে পারলেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০১৫ ০৪:৫৯
Share:

বুধবার সিএবি-র ওয়ার্কিং কমিটির বৈঠকে কি আদৌ বার্ষিক আর্থিক হিসাব পাস হয়েছে? বুধবার রাজ্যের মন্ত্রী ও ওয়ার্কিং কমিটির অন্যতম সদস্য সুব্রত মুখোপাধ্যায়ের চাঞ্চল্যকর অভিযোগে নতুন করে এই প্রশ্ন উঠে গেল। যার উত্তরে সিএবি-র শীর্ষকর্তারা কেউ জোর গলায় সুব্রতবাবুর পাল্টা বক্তব্য রাখতে পারলেন না।

Advertisement

বুধবার ওয়ার্কিং কমিটির বৈঠক শেষ হয়ে যাওয়ার পর বঙ্গ ক্রিকেটের কর্তারা অনেকেই বলেছিলেন, সুব্রতবাবু কয়েকটি বিষয়ে সিএবি-র অনর্থক ব্যয় নিয়ে প্রশ্ন তুলে অন্য কোনও অডিটরকে দিয়ে তা পরীক্ষা করানোর প্রস্তাব দিলেও আর্থিক হিসাব পাস হয়ে গিয়েছে। কিন্তু এ দিন রাতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দাবি করলেন, ‘‘বুধবারের বৈঠকে কোনও হিসাবই পাস হয়নি। আমি বৈঠক শেষ করেই বেরিয়েছি। তার আগে পর্যন্ত কোনও হিসাব পাস করা হয়নি। অথচ সংবাদমাধ্যমে দেখলাম সিএবি-র কর্তারা নাকি দাবি করেছেন, বার্ষিক হিসাব পাস হয়ে গিয়েছে। কী করে এটা হল আমি বুঝতে পারছি না। হিসাব পাস না হলে বার্ষিক সাধারণ সভাই বা হবে কী করে?’’ সুব্রতবাবুর এই চাঞ্চল্যকর অভিযোগ শুনে অন্যতম যুগ্মসচিব সুবীর গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ‘‘আমি আর কীই বা বলব। সবই তো বৈঠকে এবং বৈঠকের পর অন্য যুগ্মসচিব সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন। ওঁকেই জিজ্ঞাসা করুন। তবে বৈঠকে থেকে আমার কিন্তু মনে হয়েছে হিসাব পাস হয়েছে।’’ রাতে সৌরভের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি অবশ্য ফোন ধরেননি। তবে বুধবার বৈঠকের পর বলেছিলেন, ‘‘অন্য কোনও অডিটরকে দিয়ে এ বছরের হিসাব পাস করানোর প্রস্তাব এসেছে। সেটাই করানো হবে।’’ তখনই প্রশ্ন উঠেছিল, হিসাব পাস হয়ে গেলে আর নতুন করে অডিট করা হবে কী করে? সুব্রতবাবুও এ দিন একই প্রশ্ন তোলেন। রাতে আনন্দবাজারকে তিনি এই অভিযোগগুলো করার পর কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে-র সঙ্গে যোগাযোগের চেষ্টা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। তবে সিএবি-র এক বর্ষীয়ান কর্তা বলেন, ‘‘সে দিন বৈঠকে হিসাব পাস করা হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। সুব্রতবাবু যে অন্য কোনও অডিটরকে দিয়ে হিসাব পরীক্ষার প্রস্তাব দিয়েছিলেন, তাতে সবাই সম্মতি দিয়েছিলেন। ব্যাপারটা ওখানেই শেষ হয়ে যায়। তার পর হিসাব যে ভাবে পাস করানো হয়, সে ভাবে করানো হয়েছে বলে মনে হয় না।’’ এক নবীন সদস্য অবশ্য বলেন, ‘‘কেউ যদি হিসাব নিয়ে আপত্তি তোলে, তা হলে তো নিয়ম অনুযায়ী সেই নিয়ে ভোট হওয়ার কথা। সে রকম তো কিছুই হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন