মিতালিদের নয়া চ্যালেঞ্জ

প্রথম দু’ম্যাচে ভাল শুরু করেছিলেন ভারতের ওপেনার স্মৃতি মানধানা ও মিতালি রাজ। তৃতীয় ম্যাচে স্মৃতি রান পেলেও রান করতে ব্যর্থ হয়েছেন মিতালি। পা

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:২৫
Share:

পিটিআইয়ের তোলা ফাইল চিত্র।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ নিষ্পত্তির ম্যাচে শনিবার নিউল্যান্ডসে নামছেন হরমনপ্রীত কৌর-রা। চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার কারণে সিরিজ হারের কোনও সম্ভাবনা নেই ভারতের। কারণ ইতিমধ্যেই সিরিজ ২-১ এগিয়ে রয়েছেন মিতালি রাজ-রা। শনিবারের ম্যাচে সিরিজ ৩-১ করার লড়াইয়েই নামছেন ভারতীয় মহিলা-রা।

Advertisement

গত ম্যাচেই ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে দেখা গিয়েছে পেসার রুমেলি ধর-কে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ নিষ্পত্তির ম্যাচেও হয়তো দেখা যেতে পারে এই বঙ্গ কন্যাকে।

প্রথম দু’ম্যাচে ভাল শুরু করেছিলেন ভারতের ওপেনার স্মৃতি মানধানা ও মিতালি রাজ। তৃতীয় ম্যাচে স্মৃতি রান পেলেও রান করতে ব্যর্থ হয়েছেন মিতালি। পাশাপাশি বিগ ব্যাশ ক্রিকেট টুর্নামেন্ট খেলে টি-টোয়েন্টি ফর্ম্যাটের অভিজ্ঞতা বাড়িয়েছেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারলেই ভারতের পক্ষে কাজটা অনেক সোজা হয়ে যাবে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার শাবনিম ইসমাইল। ৩.৫ ওভারে ৩০ রান দিয়ে তিনি নিয়েছিলেন পাঁচ উইকেট। ভারতের বিরুদ্ধে এই ম্যাচে তাঁকে কী ভাবে সামলান স্মৃতি মানধানা-রা সেটাই এখন দেখার।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন