Cricket

আগামী বছর থেকেই শুরু হোক মেয়েদের আইপিএল, জোর সওয়াল মিতালীর

মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার মেনেছে ভারতের মহিলারা। এর পরেই দেশের প্রাক্তন ক্রিকেটাররা মহিলাদের আইপিএল করার জন্য সুর চড়িয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৬ মার্চ ২০২০ ১৫:৫৩
Share:

মহিলাদের ক্রিকেটের উন্নতির জন্য বোর্ডের কাছে মিতালীর আবেদন।

২০২১ সাল থেকেই মহিলাদের আইপিএল চালু করা হোক। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে এমনই আবেদন করলেন মহিলাদের ওয়ানডে দলের অধিনায়ক মিতালী রাজ।

Advertisement

মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার মেনেছে ভারতের মহিলারা। এর পরেই দেশের প্রাক্তন ক্রিকেটাররা মহিলাদের আইপিএল করার জন্য সুর চড়িয়েছেন।

সেই সুরে এ বার সুর মেলালেন মিতালী। তিনি বলেন, ‘‘আগামী বছর থেকেই মহিলাদের আইপিএল চালু করার পক্ষে আমি। যদি ক্ষুদ্র সংস্করণ হয়, তা হলেও চালু করে দেওয়া উচিত। কিছু নিয়ম বদল করে হোক বা অল্প কয়েক জন বিদেশি ক্রিকেটার নিয়ে শুরু হোক প্রথম সংস্করণ।’’

Advertisement

আরও পড়ুন: বাগান করা থেকে বই পড়া... কী ভাবে সময় কাটাচ্ছে করোনা আতঙ্কে গৃহবন্দি বাংলার ক্রিকেটমহল​

আরও পড়ুন: করোনা-যুদ্ধে সাহায্য আফ্রিদির, টুইটারে প্রশংসা হরভজনের​

মহিলাদের আইপিএল পুরোদস্তুর শুরু না হলেও বোর্ড প্রদর্শনী আইপিএল শুরু করেছে। পুরোদমে মহিলাদের আইপিএল হতে বেশ কয়েক বছর লাগবে বলে জানিয়েছে বোর্ড। মিতালী বলছেন, ‘‘সারা জীবন ধরে অপেক্ষায় বসে থাকলে তো চলবে না। কোনও না কোনও সময়ে শুরু করতেই হবে। এখন যদি বেশি দল না হয়, তা হলেও চলবে। অল্প সংখ্যক দল নিয়েই চালু করে দেওয়া হোক আইপিএল। পরে সময়ের সঙ্গে সঙ্গে তা বাড়ানো যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন