‘অভদ্র’ দল অস্ট্রেলিয়া, বলছেন মইন আলি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা প্রথম ম্যাচ থেকেই খারাপ অভিজ্ঞতা রয়েছে মইনের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৫:০৭
Share:

সব চেয়ে ‘অভদ্র’ দল হিসেবে অস্ট্রেলিয়াকে গণ্য করেন মইন আলি। ছবি: রয়টার্স।

অস্ট্রেলিয়ার নির্বাসিত ক্রিকেটারদের প্রতি কোনও সহানুভূতি নেই ইংল্যান্ড অলরাউন্ডার মইন আলির। এমনকি সব চেয়ে ‘অভদ্র’ দল হিসেবেও অস্ট্রেলিয়াকে গণ্য করেন ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার।

Advertisement

শুক্রবার ইংল্যান্ডের এক সংবাদমাধ্যমকে মইন বলেছেন, ‘‘ক্রিকেট জীবনে অনেক দলের বিরুদ্ধেই খেলেছি। কিন্তু অস্ট্রেলিয়া এমন একটা দল যাদের কোনও দিনই আমি পছন্দ করি না। ওরা আমাদের পুরনো শত্রু বলে নয়। ক্রিকেটারদের এমন অসম্মান ওরা করে যে, অপছন্দ করতে বাধ্য হয়েছি।’’ এ বছরের শুরুর দিকেই স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফ্টকে নির্বাসিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। যে বিষয় ঘিরে দুই মেরুতে বিভক্ত হয়েছিল ক্রিকেটবিশ্ব। মইন অবশ্য বলছেন, ‘‘সাধারণত লোকে শাস্তি পেলে অথবা কঠিন সময়ের মধ্য দিয়ে গেলে আমার খারাপ লাগে, দুঃখ হয়। কিন্তু ওদের জন্য সেটা হয় না। দুঃখ হওয়াও কঠিন।’’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা প্রথম ম্যাচ থেকেই খারাপ অভিজ্ঞতা রয়েছে মইনের। তাঁর কথায়, ‘‘২০১৫ বিশ্বকাপের ঠিক আগেই সিডনিতে ওদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিলাম। আর প্রথম ম্যাচেই দেখলাম যে, মাঠে ওরা বিরক্ত করে না, অপমান করে। ওদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা যত বেড়েছে, তত বুঝতে পেরেছি কতটা অভদ্র ওরা।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন