চ্যাম্পিয়ন্স লিগ

দ্রুততম পঞ্চাশের নজির সালাহর

ক্লপের আরও কথা, ‘‘অবশ্যই সালাহর গোলগুলো ভাল। কিন্তু আজকের প্রথম গোলটার কথাই আগে বলতে হবে। শাচের (জার্দান শাচিরি) সঙ্গে বোঝাপড়ায় যে ভাবে ১-০ হল তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৮ ০৪:৪৪
Share:

চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডের বিরুদ্ধে জোড়া গোল করলেন মহম্মদ সালাহ।—ছবি এএফপি

লিভারপুল ৪ • রেড স্টার বেলগ্রেড ০

Advertisement

সমালোচকদের মুখ বন্ধ করলেন মহম্মদ সালাহ। চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডের বিরুদ্ধে জোড়া গোল করলেন। সঙ্গে লিভারপুলের হয়ে দ্রুততম ৫০ গোলের নজিরও গড়ে ফেললেন। লাগল মাত্র ৬৫ ম্যাচ। আগের রেকর্ডটি ছিল অ্যালবার্ট স্টাবিন্সের। তিনি করেছিলেন ৭৭ ম্যাচে। সালাহ ছাড়াও বুধবার গোল পেলেন রবের্তো ফির্মিনো ও সাদিয়ো মানে। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের গ্রুপে লিভারপুলই শীর্ষে। যার পিছনে সালাহর অবদান কম নয়। লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ যদিও বললেন, ‘‘সালাহর উচিত সতীর্থদের ধন্যবাদ জানানো। ওদের দেওয়া অসাধারণ সব পাস ও ক্রসের জন্যই এত গোল পাচ্ছে।’’

ক্লপের আরও কথা, ‘‘অবশ্যই সালাহর গোলগুলো ভাল। কিন্তু আজকের প্রথম গোলটার কথাই আগে বলতে হবে। শাচের (জার্দান শাচিরি) সঙ্গে বোঝাপড়ায় যে ভাবে ১-০ হল তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।’’ সালাহকে এ দিন ৭৩ মিনিটে তুলে নেন ক্লপ। এবং গোলের পরে সে ভাবে উচ্ছ্বাস দেখাননি তিনি।

Advertisement

ব্যাপারটা কী? ক্লপের জবাব, ‘‘ব্যাপার কিছুই নয়। আমি তো ওকে গোলের উৎসব করতেই দেখলাম। তবে অনেক দূরে ছিলাম বলে ওর মুখের অভিব্যক্তি কিছু বুঝতে পারিনি। ওর মনে অসন্তোষও নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement