কুকের বিরুদ্ধে সাফল্য এগিয়ে রাখছে শামিকে

রাতারাতি নাটকীয় কোনও পরিবর্তন না ঘটলে বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টে খেলা ক্রিকেটারদেরই সম্ভবত অস্ট্রেলিয়া সিরিজের জন্য রেখে দেওয়া হচ্ছে। আজ, মঙ্গলবার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজের দল নির্বাচন। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে যাচ্ছে মহম্মদ শামির অন্তর্ভুক্তি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৪৬
Share:

রাতারাতি নাটকীয় কোনও পরিবর্তন না ঘটলে বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টে খেলা ক্রিকেটারদেরই সম্ভবত অস্ট্রেলিয়া সিরিজের জন্য রেখে দেওয়া হচ্ছে। আজ, মঙ্গলবার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজের দল নির্বাচন। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে যাচ্ছে মহম্মদ শামির অন্তর্ভুক্তি।

Advertisement

বাবার প্রয়াণের পর শামি আর কোনও ম্যাচ খেলেননি। অথচ কোচ অনিল কুম্বলে-সহ টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, চোট পাওয়া ক্রিকেটারকে ম্যাচ খেলে ফিরতে হবে। সেই নীতি অনুযায়ী শামিকে দলে ফিরতে হলে আগে কোনও ঘরোয়া ম্যাচ খেলতে হবে। যদিও রাতের দিকে একটা ফর্মুলা শোনা যাচ্ছে যে, শামিকে দলে রেখে বলা হল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভারতীয় ‘এ’ দলে খেলতে।

সেক্ষেত্রে শামির ফিটনেসও দেখে নেওয়া যাবে, আবার ওয়ার্নারদের বিরুদ্ধে সেরা পেস-অস্ত্রকেও দলে রাখা গেল। ভারতীয় দল সূত্রে খবর, শামিকে রেখেই সম্ভবত দল গড়া হবে। প্রয়োজনে অতিরিক্ত সদস্য হিসাবে নিলেও তাঁকে রাখা হবে। ভারতীয় ক্রিকেটের অন্দরমহলের সঙ্গে যুক্ত একজন সোমবার রাতে বলছিলেন, ‘‘অ্যালেস্টেয়ার কুকের বিরুদ্ধে কী রকম বল করেছিল শামি মনে আছে তো? এই অস্ট্রেলিয়া টিমে সেরা ফর্মে থাকা ব্যাটসম্যানও একজন বাঁ-হাতি। ডেভিড ওয়ার্নার। শামি আশি শতাংশ ফিট থাকলেও ওকে রাখার সম্ভাবনাই বেশি।’’ ইংল্যান্ডের বিরুদ্ধে বাঁ-হাতি কুক-কে স্বপ্নের ডেলিভারিতে আউট করে হইচই ফেলে দিয়েছিলেন শামি। ভাঙা স্টাম্পের সেই ছবি বিখ্যাত হয়ে গিয়েছিল ক্রিকেট দুনিয়ায়। অস্ট্রেলিয়ার বিধ্বংসী বাঁ-হাতি ওপেনার ওয়ার্নারকে বধ করার জন্য শামির দিকে তাকাবেন না অধিনায়ক কোহালি? ওয়াকিবহাল মহলের তাই মনে হচ্ছে, শামি যদি প্রথম টেস্টে না-ও খেলতে পারেন, দলের সঙ্গে রেখে ঝুঁকি নেওয়া হবে।

Advertisement

তিনি খেলে দিতে পারলে ওয়ার্নারকে চাপে রাখা গেল। না পারলে ইশান্ত, ভুবনেশ্বর, উমেশ-রা তো থাকলেনই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন