এ বার ফিট শামির চোখ আইপিএলে

শেষ টেস্টে মাঠে নামার সুযোগ না পেয়ে মন খারাপ মহম্মদ শামির। এ বার লক্ষ্য আইপিএল। আসন্ন টি টোয়েন্টি টুর্নামেন্টেই নিজেকে মাঠে ফিরিয়ে আনতে চান তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৭ ০৩:২৫
Share:

শেষ টেস্টে মাঠে নামার সুযোগ না পেয়ে মন খারাপ মহম্মদ শামির। এ বার লক্ষ্য আইপিএল। আসন্ন টি টোয়েন্টি টুর্নামেন্টেই নিজেকে মাঠে ফিরিয়ে আনতে চান তিনি।

Advertisement

বুধবার ধর্মশালা থেকে একই সঙ্গে এসে নামলেন ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামি। বললেন, ‘‘ভেবেছিলাম শেষ টেস্টে খেলার সুযোগ পাব। কিন্তু যখন জানলাম যে খেলছি না, তখন মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। নিজের সেরাটা দেওয়ার জন্য তৈরি ছিলাম। তবে আমার কোনও ক্ষোভ নেই। টিম ম্যানেজমেন্ট যেটা ভাল মনে করেছে, সেই সিদ্ধান্তই নিয়েছে।’’ এ বার আইপিএলের মাধ্যমে নিজেকে ফিরিয়ে আনাই লক্ষ্য শামির। বলেন, ‘‘ফিটনেস নিয়ে খুব একটা চিন্তিত নই। আইপিএলে খেলাটা সমস্যা হবে না। কয়েকদিন কলকাতায় কাটিয়ে দিল্লি ডেয়ারডেভিলস শিবিরে যোগ দেব। তার পর আমার মাঠে ফেরার লড়াই আবার শুরু হবে।’’ সম্ভবত আগামী রবিবার দিল্লি ডেয়ারডেভিলস দলে যোগ দেবেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন বাংলার এই পেসার।

উমেশ যাদবের পারফরম্যান্সের প্রশংসা করে শামি এ দিন বলেন, ‘‘দিন দিন ও ক্রমশ উন্নতি করছে। নতুন বলে গতি ও সুইংয়ের উপর নিয়ন্ত্রণ এখন আরও ভাল হয়েছে ওর। পুরনো বলেও ভাল রিভার্স সুইং করাচ্ছে। সব মিলিয়ে আমাদের ভারতীয় দলের পেস বিভাগ এখন বেশ শক্তিশালী। এটা চ্যাম্পিয়ন্স ট্রফির সময় বুঝতে পারবেন।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন