নেটে ফেরার লক্ষ্যে শামি

বেঙ্গালুরুজাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব নিয়ে খুশি মহম্মদ শামি। ভারতীয় পেসার আশা করছেন, সামনের মাস থেকেই নেটে বল করতে পারবেন তিনি। বিশ্বকাপের পরপর হাঁটুতে সমস্যা দেখা যায় শামির। অস্ত্রোপচারের পর ওয়াকার নিয়ে হাঁটতে হচ্ছে তাঁকে। আইপিএলের পাশাপাশি বাংলাদেশ সফরেও খেলতে পারেননি শামি। ‘‘পরের মাস থেকে নেটে বল করব আশা করছি। এখন অনেকটা স্বচ্ছন্দ লাগছে। শরীরে যে অস্বস্তিটা ছিল সেটা আর নেই,’’ বলছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০১৫ ০৩:০৯
Share:

বেঙ্গালুরুজাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব নিয়ে খুশি মহম্মদ শামি। ভারতীয় পেসার আশা করছেন, সামনের মাস থেকেই নেটে বল করতে পারবেন তিনি। বিশ্বকাপের পরপর হাঁটুতে সমস্যা দেখা যায় শামির। অস্ত্রোপচারের পর ওয়াকার নিয়ে হাঁটতে হচ্ছে তাঁকে। আইপিএলের পাশাপাশি বাংলাদেশ সফরেও খেলতে পারেননি শামি। ‘‘পরের মাস থেকে নেটে বল করব আশা করছি। এখন অনেকটা স্বচ্ছন্দ লাগছে। শরীরে যে অস্বস্তিটা ছিল সেটা আর নেই,’’ বলছেন তিনি।

Advertisement

মাঠে নামতে না পারলেও টিমের পারফরম্যান্স খুঁটিয়ে দেখেছেন শামি। বাংলাদেশে বিপর্যয় প্রসঙ্গে তিনি বলে দিচ্ছেন, ‘‘এ রকম ব্যাপার ভারতীয় ক্রিকেটে খুব একটা হয়নি। বোলিং নিয়ে বলতে পারি, প্রথম দশ ওভারে নতুন বল হাতে উইকেট তোলাটা খুব জরুরি। বাংলাদেশে সেটা হয়নি। বেশ দেরিতে উইকেট এসেছে। যার জন্য বাংলাদেশ প্রচুর রান করে ফেলেছিল। লাইন-লেংথে শৃঙ্খলার অভাব ছিল।’’

ভারতীয় ড্রেসিংরুমে মহেন্দ্র সিংহ ধোনি বনাম বিরাট কোহলি প্রসঙ্গটা অবশ্য উড়িয়ে দিচ্ছেন শামি। মার্চের পর জাতীয় টিমের সঙ্গে না থাকলেও তিনি বলে দিচ্ছেন, ‘‘টিমে বিভাজন রয়েছে বলে ওরা ভাল খেলছে না, এটা একদম ভিত্তিহীন। বিরাট, মাহি ভাই, সবার সঙ্গেই এক ড্রেসিংরুমে থেকেছি। ওদের মধ্যে কোনও সমস্যা আছে বলে কোনও দিন মনে হয়নি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন