আই লিগ দ্বিতীয় ডিভিশনের আগে মাঠ সমস্যায় মহমেডান। ২৭ মার্চ লোনস্টার কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ম্যাচ তাদের। যা মোহনবাগান মাঠে খেলার জন্য ফেডারেশনকে চিঠি দেয় মহমেডান। এআইএফএফ রাজি হলেও জানা গেল, ৩০ হাজার টাকা ভাড়া চেয়েছে বাগান। ব্যাপারটা নিয়ে আলোচনা চলছে।