ডিকাকে নিয়ে চিন্তায় মহমেডান

দু’দলই কলকাতা লিগের পর ভারতে সফল এই বিদেশি ফুটবলারকে পেতে চায়। দু’পক্ষই অবশ্য দাম বেড়ে যাবে এই ভেবে ডিকাকে নিয়ে আগ্রহের কথা স্বীকার করেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৭ ০৪:৪৮
Share:

দশ দিন হয়ে গেল মহমেডান টিম নিয়ে অনুশীলনে নেমে পড়েছেন কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। কিন্তু সাদা-কালো শিবিরের এ বারের সবথেকে দামি ফুটবলার দিপান্দা ডিকার দেখা নেই। আই লিগের সর্বোচ্চ গোলদাতা ক্যামেরুণের এই স্ট্রাইকারকে কলকাতা লিগে সই করিয়ে চমকে দিয়েছিল মহমেডান। কিন্তু এক মাস দশ দিন আগে তাঁর ভিসার কাগজপত্র পাঠানো হলেও তিনি এখনও এসে পৌঁছননি। লাগোস থেকে ভিসা হবে। যা নিয়ে চিন্তিত মহমেডান কর্তারা।

Advertisement

এ দিকে বিদেশির খোঁজে বাজারে নেমে ডিকাকে নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে আতলেতিকো দে কলকাতা এবং মোহনবাগানের মধ্যে। দু’দলই কলকাতা লিগের পর ভারতে সফল এই বিদেশি ফুটবলারকে পেতে চায়। দু’পক্ষই অবশ্য দাম বেড়ে যাবে এই ভেবে ডিকাকে নিয়ে আগ্রহের কথা স্বীকার করেনি। কিন্তু মহমেডান সূত্রের খবর, দু’পক্ষই তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। এগিয়ে মোহনবাগানই। এরই মধ্যে দেশীয় ফুটবলাররা আই লিগ খেলবে না, আইএসএলের নিলামে উঠবেন তা ঠিক করার জন্য আরও দু’দিন সময় পাবেন। কারণ ২৩ জুলাই মুম্বইতে আইএসএলের নিলাম। তার আগে সব ফুটবলারকে শরীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে। মেহতাব হোসেন, শৌভিক চক্রবর্তী, প্রীতম কোটালের মতো ফুটবলাররা এখনও ঠিক করেননি কোথায় খেলবেন।

আরও পড়ুন: নীরজ, স্বপ্নারা ছাড়া চমক নেই ভারতের

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন