মহমেডানে ট্রফি আনলেন ‘কোচ’ দীপেন্দু

সিকিম গভর্নর্স গোল্ড কাপ চ্যাম্পিয়ন হল মহমেডান। প্রায় সাড়ে তিন দশক পরে। বৃহস্পতিবার তারা গ্যাংটকে ফাইনালে ১-০ হারাল ঝাপা এফসি-কে। মনবীর সিংহের গোলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৬ ০৩:২৪
Share:

চ্যাম্পিয়ন মহমেডান। —নিজস্ব চিত্র।

সিকিম গভর্নর্স গোল্ড কাপ চ্যাম্পিয়ন হল মহমেডান। প্রায় সাড়ে তিন দশক পরে। বৃহস্পতিবার তারা গ্যাংটকে ফাইনালে ১-০ হারাল ঝাপা এফসি-কে। মনবীর সিংহের গোলে।

Advertisement

ট্রফিটা শুধু মহমেডানের নয়, দীপেন্দু বিশ্বাসের জন্যও ‘স্পেশ্যাল’। রাজ্যের বিধায়ক হওয়ার পরে এটাই তাঁর প্রথম ট্রফি। সিকিম থেকে ফোনে তিনি বললেন, ‘‘আমার ফিটসেন, বয়স নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। কিন্তু এই ট্রফি প্রমাণ করে দিল, ফুটবলে বয়স নয়, যোগ্যতাই আসল।’’ ফাইনালে অবশ্য দীপেন্দু মাঠে ছিলেন শেষ দশ মিনিট। তবে তাৎপর্যের, তার আগের আশি মিনিট তিনি মহমেডান বেঞ্চে প্লেয়ার-কাম-কোচ ছিলেন। উল্লেখ্য, সেমিফাইনালে মহমেডান কোচকে রেফারি লাল-কার্ড দেখে মাঠ থেকে বার করে দেওয়ায় নিয়মমাফিক ফাইনালে মাঠে থাকতে পারেননি তিনি।

মহমেডানের একমাত্র গোল আসে প্রথমার্ধের ১৭ মিনিটে। দ্বিতীয়ার্ধে কর্ণ লিম্বুর পেনাল্টি কিক নষ্টের খেসারত দিতে হয় ঝাপা-কে। দীপেন্দু বললেন, ‘‘ওরা একটা সময় দারুণ আক্রমণ করছিল। কিন্তু পেনাল্টি নষ্টের পরে ভেঙে পড়ে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement