মোহনবাগানে ড্যানিয়েল

টিমের তৃতীয় বিদেশি হিসেবে ড্যানিয়েল বিদেমিকে সই করাতে চলেছে মোহনবাগান। স্ট্রাইকার ড্যারেল ডাফির পর দ্বিতীয় বিদেশি হিসেবে আফগান স্টপার জোহেব আমিরিকে ইতিমধ্যেই সই করিয়েছে তারা।

Advertisement
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৬ ০৩:৫০
Share:

টিমের তৃতীয় বিদেশি হিসেবে ড্যানিয়েল বিদেমিকে সই করাতে চলেছে মোহনবাগান। স্ট্রাইকার ড্যারেল ডাফির পর দ্বিতীয় বিদেশি হিসেবে আফগান স্টপার জোহেব আমিরিকে ইতিমধ্যেই সই করিয়েছে তারা। মহমেডান, টালিগঞ্জ-সহ কলকাতার বেশ কিছু ক্লাবে খেলা ড্যানিয়েল বৃহস্পতিবারই শহরে আসছেন। বৃহস্পতিবার ঘরের মাঠে মোহনবাগানের সামনে ভবানীপুর। ড্যানিয়েলকে পেয়ে বাগান কোচ শঙ্করলাল চক্রবর্তীর মন্তব্য, ‘‘আইএসএলের জন্য অনেক প্লেয়ার পাব না। ড্যানিয়েল আসার শক্তিশালী হবে টিম।’’

Advertisement

ম্যাচ কমিশনার বাংলার তিন: এআইএফএফ-এর ম্যাচ কমিশনারের পরীক্ষায় পাশ করলেন বাংলার তিন জন। ৫১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন তিন জন—অরুণাভ ভট্টাচার্য, ইমরান খান ও বিকাশ মুখোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement