E-Cigarette in Parliament

লোকসভায় বসে ই-সিগারেট খাচ্ছেন তৃণমূলের এক সাংসদ! সটান উঠে নালিশ অনুরাগের, সতর্ক করে দিলেন স্পিকারও

তৃণমূলের এক সাংসদ গত কয়েক দিন ধরে লোকসভায় বসে ই-সিগারেট খাচ্ছেন বলে অভিযোগ। হিমাচল প্রদেশের সাংসদ অনুরাগ ঠাকুর তা নিয়ে স্পিকারের কাছে নালিশ করেন। স্পিকার পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৫:০৮
Share:

(বাঁ দিকে) বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের অভিযোগের পর সতর্ক করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা (ডান দিকে)। —ফাইল চিত্র।

লোকসভায় বসে নিষিদ্ধ ই-সিগারেট খাচ্ছেন তৃণমূলের এক সাংসদ! অধিবেশন চলাকালীনই সটান উঠে দাঁড়িয়ে নালিশ করলেন হিমাচল প্রদেশের বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ করে যথাযথ পদক্ষেপের আর্জি জানান তিনি। স্পিকারও ওই সাংসদকে সতর্ক করে দিয়েছেন। জানিয়েছেন, ভবিষ্যতে এই ধরনের কোনও অভিযোগ পেলে তিনি সংসদের যে কোনও সদস্যের বিরুদ্ধেই পদক্ষেপ করবেন।

Advertisement

তৃণমূলের কোন সাংসদ ই-সিগারেট খাচ্ছেন, নাম উল্লেখ করেননি অনুরাগ। তিনি কেবল নিজের আসনে উঠে দাঁড়িয়ে স্পিকারের উদ্দেশে বলেন, ‘‘দেশ জুড়ে তো ই-সিগারেট নিষিদ্ধ হয়ে গিয়েছে। আপনি কি সংসদে তার অনুমতি দিয়েছেন?’’ স্পিকার জানান, তিনি কোনও অনুমতি দেননি। এর পর অনুরাগ আবার বলেন, ‘‘কিন্তু তৃণমূলের এক সাংসদ তো খাচ্ছেন। অনেক দিন ধরে খাচ্ছেন। আপনি বিষয়টি যাচাই করে দেখুন।’’

স্পিকার এর পর অধিবেশনে উপস্থিত সকলের উদ্দেশে বলেন, ‘‘সংসদের সকল সদস্যের কাছে আমার অনুরোধ, আপনারা সংসদীয় পরম্পরা, নিয়ম মেনে চলুন। এই ধরনের অভিযোগ যদি আগামী দিনে আমার কাছে আসে, আমি পদক্ষেপ করব।’’ কিন্তু সেখানেই বিতর্ক থামেনি। কারণ, অনুরাগ ছিলেন নাছোড়বান্দা। বার বার তিনি বিষয়টি খতিয়ে করে দেখার জন্য স্পিকারের কাছে আবেদন জানাতে থাকেন। চিৎকার করে বার বার বলেন, ‘‘আপনি এখনই যাচাই করে দেখুন।’’ বিজেপির অন্য সাংসদেরাও এ বিষয়ে সরব হলে লোকসভায় হট্টগোল শুরু হয়ে যায়। প্রতিবাদ আসে তৃণমূল সাংসদের আসন থেকেও। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেন স্পিকার। জানান, এ বিষয়ে যাঁর যা বক্তব্য এবং অভিযোগ রয়েছে, তা লিখিত আকারে তাঁর কাছে জমা দিতে হবে। তার ভিত্তিতে স্পিকার পদক্ষেপ করবেন।

Advertisement

উল্লেখ্য, স্পিকার নিজেও তৃণমূলের ওই সাংসদের নাম করেননি। তবে গোটা বিষয়টি পশ্চিমবঙ্গের শাসকদলকে অস্বস্তিতে ফেলেছে। কারণ, সংশ্লিষ্ট সাংসদ যে গত কয়েক দিন ধরেই লোকসভায় ই-সিগারেট খাচ্ছিলেন, তা অনেকেরই চোখে পড়েছে। এমনকি, দলের সতীর্থেরা তাঁকে এ নিয়ে একাধিক বার সতর্কও করেছিলেন। সংসদে বসে নিষিদ্ধ ই-সিগারেট খেতে নিষেধ করা হয়েছিল তাঁকে। কিন্তু তিনি কথা শোনেননি। তৃণমূলের এক প্রবীণ সাংসদের কথায়, ‘‘কিছু দিন আগে এক মহিলা সাংসদও ওঁকে নিষেধ করেছিলেন। উনি শোনেননি।’’

বিষয়টি নিয়ে সংসদের বাইরেও তৃণমূলের উপর চাপ বৃদ্ধি করছে বিজেপি। পশ্চিমবঙ্গ বিজেপির তরফে অনুরাগের অভিযোগের ওই অংশটুকু ভিডিয়ো আকারে সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে। সেখানেও কারও নাম উল্লেখ করা হয়নি। লেখা হয়েছে, ‘‘সংসদে কোন তৃণমূল সাংসদ সিগারেট খাচ্ছিলেন? দয়া করে কি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নাম প্রকাশ করবেন?’’ অর্থাৎ, নাম প্রকাশের বিষয়ে তৃণমূলের দিকেই বল ঠেলছে কেন্দ্রীয় শাসকদল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement