চামোরোকে নামিয়ে শুরুতে গোল চান কিবু

এক বছর আগে তাঁর হাত ধরেই আট মরসুম পরে কলকাতা লিগ ঢুকেছিল মোহনবাগান তাঁবুতে। তার পরে আই লিগের মধ্যে দল প্রত্যাশামতো ফল না করায় কোচের পদ হারান শঙ্করলাল চক্রবর্তী।

Advertisement

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০৪:০০
Share:

গুরু-শিষ্য: ম্যাচের আগের দিন কিবুর ক্লাসে গঞ্জালেস। নিজস্ব চিত্র

যেন অতীত বনাম বর্তমান মোহনবাগানের লড়াই কল্যাণীর মাঠে।

Advertisement

এক বছর আগে তাঁর হাত ধরেই আট মরসুম পরে কলকাতা লিগ ঢুকেছিল মোহনবাগান তাঁবুতে। তার পরে আই লিগের মধ্যে দল প্রত্যাশামতো ফল না করায় কোচের পদ হারান শঙ্করলাল চক্রবর্তী।

দল বদলে সেই প্রাক্তন মোহনবাগান কোচ এখন ভবানীপুরে। এ বারের কলকাতা প্রিমিয়ার লিগে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তাঁর দল দ্বিতীয় স্থানে। আজ, বৃহস্পতিবার সামনে সেই মোহনবাগান। যারা চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রয়েছে সাতে। এ ছাড়াও, কিংশুক দেবনাথ, কামো স্টিফেন বায়ি-সহ একাধিক প্রাক্তন মোহনবাগান ফুটবলারের ভিড় ভবানীপুরে। শেষ জন আবার চলতি মরসুমে ভবানীপুরের হয়ে মাঠে নামলেই গোল করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন। দলের ১১ গোলের মধ্যে সাত গোলই কামোর।

Advertisement

এ রকম বিপক্ষের বিরুদ্ধে নামার আগে তাই সবুজ-মেরুন শিবিরের কোচ কিবু ভিকুনার গলায় সমীহ। বলে দিলেন, ‘‘লিগের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলতে নামছি। তিন পয়েন্ট নিয়ে ফিরতে হবেই।’’ সঙ্গে যোগ করেন, ‘‘বিপক্ষ কোচ আগে মোহনবাগানের দায়িত্বে ছিলেন। আমাদের দল হয়তো এখন বদলে গিয়েছে। কিন্তু অভিজ্ঞতার দাম তো আছেই। তা ছাড়া বিপক্ষে কলকাতায় খেলা বেশ কিছু অভিজ্ঞ বিদেশি ফুটবলারও আছে।’’

ভবানীপুর কোচ শঙ্করলাল যদিও কিবুর সমীহকে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলে দেন, ‘‘অতীত নিয়ে ভাবি না। আমাদের চেয়ে এক ম্যাচ কম খেলেছে ওরা। তাই ব্যবধান আসলে খুব বেশি নয়। লিগ শুরুর সময়ের মোহনবাগান আর কিবুর বর্তমান দলে অনেক পার্থক্য। বেইতিয়ার নেতৃত্বে মোহনবাগান এখন অনেক ভাল ফুটবল খেলছে।’’

গত রবিবার ডার্বিতে মোহনবাগানের পারফরম্যান্স বদলে গিয়েছিল। তার পরে বৃহস্পতিবারেই প্রথম খেলতে নামছেন বেইতিয়ারা। নিজেদের খেলা অনেকটা উন্নত হওয়ার জোশেই হয়ত কিবু এ দিন ক্লাব তাঁবু ছাড়ার সময়ে বলে গেলেন, ‘‘আশা করছি, বৃহস্পতিবার ভবানীপুরের সঙ্গে ব্যবধান কমিয়ে নিতে পারব।’’ ডার্বিতে চোট পাওয়ায় এই ম্যাচে মোহনবাগান পাচ্ছে না আশুতোষ মেহতা ও ভি পি সুহেরকে। গোড়ালির সংক্রমণে হাসপাতালে লেফ্ট ব্যাক ধনচন্দ্র সিংহ। কিন্তু কিবুর স্বস্তি রক্ষণে পাচ্ছেন কিমকিমাকে। তাই ডার্বিতে স্টপারে খেলা গুরজিন্দর কুমারকে তিনি লেফ্ট ব্যাকে রেখেই দল সাজাচ্ছেন। কিমকিমা ফিরবেন স্টপারে। ফিরছেন সালভা চামোরোও।

কিবুর সমস্যা, কোন তিন বিদেশিকে নিয়ে প্রথম দল সাজাবেন। বুধবার অনুশীলনের পরে তা কার্যত স্বীকারও করে নেন মোহনবাগান কোচ। বলেন, ‘‘কোন তিন বিদেশি ফুটবলার খেলাব, তা বাছতে গিয়ে

সমস্যা বাড়ছে।’’

ভবানীপুর কোচ বলছেন, ‘‘লিগ তালিকায় ভাল জায়গায় রয়েছি। আরও ভাল জায়গায় যাওয়ার লড়াই

এই ম্যাচ।’’

কিবু জানেন লিগ জিততে গেলে এই ম্যাচ জিততেই হবে। তাই তাঁর প্রতিক্রিয়া, ‘‘শুরুতেই গোল চাই। তা হলে অনেকটা চাপমুক্ত হয়ে খেলা যাবে বাকি ম্যাচটা।’’

বৃহস্পতিবার কলকাতা লিগ: মোহনবাগান বনাম ভবানীপুর (কল্যাণী, বিকেল ৩.০০)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন