মহড়ায় সেট-পিসে গুরুত্ব মোহনবাগানে

কলকাতায় পা দিয়েই প্রতি ম্যাচে নিয়ম করে মোহনবাগানের গোল খাওয়া বন্ধ করেছেন। দরজায় কড়া নাড়ছে ডার্বি। ২৭ জানুয়ারির সেই ম্যাচের আগে খালিদ অনুশীলনে নেমে পড়লেন সেট-পিস থেকে মোহনবাগান রক্ষণের কাঁপুনি বন্ধ করতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৯ ০৫:৩২
Share:

অনুশীলনে মোহনবাগানের তিন প্রধান অস্ত্র।—ফাইল চিত্র।

বড় ম্যচে ভাল ফলের জন্য ধাপে ধাপে প্রস্তুতি নিচ্ছেন মোহনবাগান কোচ খালিদ জামিল।

Advertisement

কলকাতায় পা দিয়েই প্রতি ম্যাচে নিয়ম করে মোহনবাগানের গোল খাওয়া বন্ধ করেছেন। দরজায় কড়া নাড়ছে ডার্বি। ২৭ জানুয়ারির সেই ম্যাচের আগে খালিদ অনুশীলনে নেমে পড়লেন সেট-পিস থেকে মোহনবাগান রক্ষণের কাঁপুনি বন্ধ করতে।

রবিবার মোহনবাগানের অনুশীলন ছিল যুবভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন মাঠে। মোহনবাগান কোচের আড়াই ঘণ্টা অনুশীলনের একটা বড় সময় জুড়ে ছিল সেট-পিস অনুশীলন। খালিদ এ বারের আই লিগের শুরুতে কোনও ক্লাবের কোচের পদে ছিলেন না। কিন্তু বাড়িতে নিয়ম করে আই লিগের ম্যাচ দেখেছেন। তার সুবাদেই তিনি জানেন, মোহনবাগান এ বারের আই লিগে সেট-পিসে সমস্যায় পড়েছে। দুই প্রান্ত থেকে বল রক্ষণে উড়ে এলেই সমস্যা শুরু হয়েছে কিংসলে ওবুমনেমেদের।

Advertisement

তাই এ দিন, সবুজ-মেরুন শিবিরের অনুশীলনে খালিদ জোর দেন সেট-পিসে। যে অনুশীলন চলার সময় সাংবাদিকদের ছবি তুলতে নিষেধ করেন তিনি। বিপক্ষ কর্নার বা বক্সের সামনে ফ্রি-কিক পেলে রক্ষণ এবং মাঝমাঠ কোথায় দাঁড়াবে তার জোরদার মহড়া দেন খালিদ।

মোহনবাগান অনুশীলনে এ দিন হাজির ছিলেন না মাঝমাঠের দুই ফুটবলার ইউতা কিনোয়াকি ও ওমর এলহুসেইনি। যে প্রসঙ্গে খালিদ বলেন, ‘‘চোট সারিয়ে ওমর দ্রুত ফিরে আসছে। ক্লান্তি রয়েছে ইউতারও। তাই ওদের বিশ্রাম দেওয়া হয়েছে।’’ মোহনবাগান কোচ সঙ্গে যোগ করেন, ‘‘শুধু ডার্বি জিতলেই হবে না। পরের গোকুলম ম্যাচও জিততে হবে। তা হলে আই লিগে ভাল ফল হতে পারে।’’

এ দিকে, এ দিন মোহনবাগানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। সেখানে ফল প্রকাশ নিয়ে মতবিরোধ হয় বিচারকদের মধ্যে। যার জেরে অচলাবস্থা তৈরি হয়ে ক্রীড়া প্রতিযোগিতায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন