ফের অনুশীলনে মাঠ বিভ্রাট, হকির দর্শক নর্দে-ডাফিরা

হকির জন্য মাঠ না পেয়ে ক্ষুব্ধ কাতসুমি

প্রচণ্ড গরমের জন্য বৃহস্পতিবার সকাল আটটায় অনুশীলন শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন। কিন্তু হকির অনুশীলনের জন্য প্রায় এক ঘণ্টা পরে মাঠে নামার সুযোগ পেলেন সনি নর্দে-রা! ডার্বির প্রস্তুতিতে বিঘ্ন ঘটায় ক্ষোভ উগরে দিলেন কাতসুমি ইউসা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৭ ০৪:১১
Share:

মহিলাদের হকির ম্যাচ চলছে। ডার্বির প্রস্তুতিতে তাই মাঠে নামতে পারলেন না মোহনবাগান ফুটবলাররা। সাইডলাইনে দাঁড়িয়ে তখন হকি ম্যাচ দেখা ছাড়া উপায় ছিল না সবুজ-মেরুন ফুটবলারদের। ছবি: সুদীপ্ত ভৌমিক

প্রচণ্ড গরমের জন্য বৃহস্পতিবার সকাল আটটায় অনুশীলন শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন। কিন্তু হকির অনুশীলনের জন্য প্রায় এক ঘণ্টা পরে মাঠে নামার সুযোগ পেলেন সনি নর্দে-রা! ডার্বির প্রস্তুতিতে বিঘ্ন ঘটায় ক্ষোভ উগরে দিলেন কাতসুমি ইউসা।

Advertisement

বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ মাঠে নামতে গিয়ে ড্যারেল ডাফি-রা দেখেন, মহিলাদের হকির ম্যাচ চলছে। র‌্যাম্পার্ডের দিকে গোল পোস্টের পিছনে তাঁরা অপেক্ষা করতে থাকেন ম্যাচ শেষ হওয়ার। কিন্তু মিনিট দশেক দাঁড়িয়েও যখন দেখলেন মাঠ পাওয়ার কোনও সম্ভাবনা নেই, তখন তাঁরা গোল পোস্টের পিছনেই ওয়ার্ম আপ শুরু করে দেন। ক্ষুব্ধ কাতসুমি বলতে থাকেন, ‘‘ভাবতেই পারি না মোহনবাগানের মতো ক্লাবের অনুশীলনের মাঠ নেই।’’

ফুটবলারদের নিয়ে সঞ্জয় মাঠে নামলেন ন’টা নাগাদ। এ দিন তিনি ম্যাচ প্র্যাক্টিস করাননি। সবুজ-মেরুন কোচ জোর দিয়েছেন সেট-পিস ও সিচ্যুয়েশন অনুশীলনের ওপরেই। বাঁ দিক থেকে সনি। আর ডান দিক থেকে প্রবীর দাস টানা ক্রস করে গেলেন পেনাল্টি বক্সে দাঁড়ানো ডাফি, বলবন্ত সিংহ ও জেজে লালপেখলুয়া-দের উদ্দেশে। সবুজ-মেরুনের ত্রিফলাকে আটকানোর দায়িত্ব ছিল এদুয়ার্দো পেরেইরা ও আনাস এডাথোডিকা-র ওপর। বলবন্ত, ডাফি-রা যত বার গোল করেছেন, কোচের ধমক খেয়েছেন ডিফেন্ডাররা! আর অনুশীলন চলাকালীন হকির গোল পোস্টে ধাক্কা খেয়ে আহত হন সঞ্জয় বালমুচু। মোহনবাগান ডিফেন্ডারের কপালে গভীর ক্ষতের সৃষ্টি হয়। কিন্তু ডার্বির জন্য ব্যান্ডেজ বেঁধে ফের মাঠে নেমে পড়েন তিনি।

Advertisement

আই লিগে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে আগের ম্যাচে উইং দিয়েই আক্রমণের ঝড় তুলেছিল মোহনবাগান। সেই অস্ত্রেই রবিবাসরীয় ডার্বিতে ইস্টবেঙ্গল-বধ করার পরিকল্পনা মোহনবাগান কোচের। পাশাপাশি, ফ্রি-কিক ও পেনাল্টি অনুশীলনও করালেন তিনি। বক্সের বাইরে বাঁ দিকে ফ্রি-কিক পেলে সনি মারবেন। আর কাতসুমি বা জেজে যে মারবেন ডানদিক থেকে, সেটা এ দিনের অনুশীলনেই স্পষ্ট।

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আই লিগের প্রথম পর্বের ম্যাচে চোট উপেক্ষা করে মাঠে নেমেও ইস্টবেঙ্গলকে হারানোর স্বপ্ন পূরণ হয়নি সনি-র। শুধু তা-ই নয়। এখনও পর্যন্ত ডার্বিতে গোল নেই হাইতি তারকার। এ বার তিনি নিজেকে উজাড় করে দিতে মরিয়া। অনুশীলনেও বাড়তি পরিশ্রম করলেন। সতীর্থদের ভুলত্রুটিও শুধরে দিলেন অনুশীলনের ফাঁকে। ঘনিষ্ঠ মহলে সনি জানিয়েছেন, শিলিগুড়িতেই ডার্বিতে গোল না করার আক্ষেপ মেটাতে চান। তিনি জানিয়েছেন, ইস্টবেঙ্গলকে হারালেই আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তাই যে কোনও মূল্যে ডার্বি জিততে চান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন