রংহীন ফেড কাপ খেলতে আজ গোয়া যাচ্ছে বাগান

ভারতীয় ফুটবল ফেডারেশনের অবস্থা এখন জেলা ফুটবল সংস্থার থেকেও খারাপ! আই লিগ নমো নমো করে শেষ করার পর কোনও রকম প্রচার ছাড়াই আজ শনিবার থেকে শুরু করে দিচ্ছে ফেড কাপ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৬ ০৪:৩৮
Share:

ভারতীয় ফুটবল ফেডারেশনের অবস্থা এখন জেলা ফুটবল সংস্থার থেকেও খারাপ!

Advertisement

আই লিগ নমো নমো করে শেষ করার পর কোনও রকম প্রচার ছাড়াই আজ শনিবার থেকে শুরু করে দিচ্ছে ফেড কাপ। প্রতিযোগী ক্লাবগুলো আর হাতে গোনা কিছু লোকজন ছাড়া কেউই কিছু জানে না দেশের সবচেয়ে বড় নকআউট ফুটবল টুর্নামেন্ট নিয়ে!

আই লিগ চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসির সঙ্গে অবনমনে পড়া আইজল এফসি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এ বারের ফেড কাপ। যেখানে খেলা হবে সেখানে একটাও পোস্টার নেই। ক’টা ম্যাচের লাইভ কভারেজ হবে, জানানোর লোক নেই। দায়িত্বে যে অকর্মণ্য ফেডারেশন কর্তারা, তাঁরা ফোন তোলেন না। ফেডারেশনের ওয়েবসাইটেই তাই রয়ে গিয়েছে ফেড কাপ। যা চোখে আঙুল দিয়ে দেখায়ে আইএসএলের সঙ্গে ফেড কাপের পার্থক্য। নীতা অম্বানীর টিমের পেশাদারিত্বের সঙ্গে প্রফুল্ল পটেল অ্যান্ড কোম্পানির গয়ংগচ্ছ মানসিকতার ফারাক।

Advertisement

কেন এমন হাল এক সময়ের সবচেয়ে আড়ম্বরের টুর্নামেন্টের? শুক্রবার ফেডারেশনের টুর্নামেন্ট বিষয়ক বিভাগের প্রধান কর্তা অনিল কামাথের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বেজেই গিয়েছে। যদিও ফেডারেশনের এক কর্তার দাবি, ফেড কাপের জৌলুস মোটেও কমবে না। কারণ, ফর্ম্যাট বদলেছে টুনার্মেন্টের। কর্তার ধারণা, শেষ বার গোয়াতে যখন ফেড কাপ হয়েছিল তখন আইএসএলের পর সেখানে খেলা হয়েছিল প্রায় ফাঁকা স্টেডিয়ামে। কিন্তু এ বার যেহেতু হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক নকআউট ম্যাচ, তাই দেশের ফুটবলপ্রেমীদের বড় অংশ খেলা দেখতে মাঠে আসবেন। আর সেটাও কোনও বিশেষ একটা শহরে নয়। খেলা হচ্ছে একাধিক শহরে।

এআইএফএফ সূত্রে খবর, সেমিফাইনাল পর্যায়ে চার ম্যাচ এবং ফাইনাল— এই পাঁচটা ম্যাচ সরাসরি টিভিতে দেখা যাবে। আর কোয়ার্টার ফাইনাল পর্যায়ের সব ম্যাচে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা থাকছে ওয়েবসাইটে। নাম প্রকাশে অনিচ্ছুক ফেডারেশনের এক কর্তার মন্তব্য, ‘‘আই লিগ-আইএসএল এক হয়ে গেলে দু’টো লিগের টিমগুলো নিয়ে দেশজুড়ে আরও বড় মাপের ফেড কাপ করার দিকে এগোচ্ছে ফেডারেশন।’’

ফেড কাপ খেলতে শনিবারই শহর ছাড়ছে মোহনবাগান। গোয়ায় সোমবার তাদের প্রতিপক্ষ সালগাওকর। আইলিগে যাদের দু’পর্বেই হারিয়েছিল বাগান। সনি নর্ডির চোট থাকায় তাঁকে গোয়া নিয়ে যাচ্ছেন না কোচ সঞ্জয় সেন। সনির পরিবর্তে যাচ্ছেন কেন লুইস।

এ দিকে, শুক্রবার দ্বিতীয় ডিভিশন আই লিগে ঘরের মাঠে নেরোকা এফসিকে ২-০ হারাল মহমেডান। ম্যাচের নায়ক জেমস মোগা। শুরুর দু’মিনিটে সাদা-কালো ব্রিগেডকে এগিয়ে দেন দক্ষিণ সুদানের স্ট্রাইকার। ২৪ মিনিটে মোগার পাস থেকেই ব্যবধান বাড়ান অজয় সিংহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন