আজ চ্যাম্পিয়ন্স লিগে চোখ মোহনবাগানের

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামার আগে আই লিগের ডার্বিতে ড্র করেও ফুরফুরে মেজাজে মোহনবাগান দল। কোচ সঞ্জয় সেনের সামনে অবশ্য অন্য চ্যালেঞ্জ। প্রথমবার কোনও আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্ট খেলার সামনে দাঁড়িয়ে তিনি।

Advertisement
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৬ ১২:৩২
Share:

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামার আগে আই লিগের ডার্বিতে ড্র করেও ফুরফুরে মেজাজে মোহনবাগান দল। কোচ সঞ্জয় সেনের সামনে অবশ্য অন্য চ্যালেঞ্জ। প্রথমবার কোনও আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্ট খেলার সামনে দাঁড়িয়ে তিনি। আই লিগ চ্যাম্পিয়নদের থেকে অনেক প্রত্যাশা। ট্যাম্পাইন্স রোভার্স সম্পর্কে তেমনভাবে কিছু জানতে পারেনি বাগান কোচ। তাদের খেলার ভিডিও দেখে যে একটু মেপে নেবে সেটাও সম্ভব হয়নি। ওদিকে ট্যাম্পাইন্স রোভার্স টিভিতে দেখেছে মোহনবাগানের আই লিগের ম্যাচ। ভারতীয় প্রতিপক্ষকে ভাল মতো মেপেই খেলতে এসেছেন কোচ সুন্দরমূর্তি। যদিও নিজেদের, আন্ডারডগ বলছেন তিনি। সমীহ করছেন মোহনবাগানের আক্রমণ ভাগকে। প্রাক্তন আর্সেনাল ও লিভারপুল প্লেয়ার জেরেমি পেনান্ট এই দলে থাকলেও রেজিস্ট্রেশন না হওয়ায় দলের সঙ্গে আসতে পারেননি তিনি।

Advertisement

মোহনবাগান কোচ সঞ্জয় সেন অবশ্য ড্র ডার্বির দলকেই নামাচ্ছেন ট্যাম্পাইন্স রোভার্সের বিরুদ্ধে। শুধু বলবন্তের জায়গায় দলে আসছেন জেজে। ডার্বিতে অনূর্ধ্ব-২২ ফুটবলার আজরাহউদ্দিনকে প্রথমে নামিয়ে পরে তুলে বলবন্তকে খেলিয়েছিলেন কোচ। কিন্তু প্রত্যাশা অনুযায়ী খেলতে ব্যর্থ তিনি। জেজে দারুণ ফর্মে রয়েছেন। বিদেশি দলের বিরুদ্ধে সেই ফর্মটাকেই কাজে লাগাতে চাইছেন তিনি। ভরসা রাখছেন অফফর্মে থাকা রাইটব্যাক প্রীতম কোটালের উপরই। এই বড় মঞ্চেই নিজেকে প্রমাণ করে ফিরে আসার লক্ষ্যে প্রীতমও। গোলে গত বছর থেকেই দলকে ভরসা দিয়ে আসা দেবজিৎ মজুমদার তো থাকছেনই। দুই সাইডব্যাক প্রীতম কোটাল ও ধনাচন্দ্রা সিংহ। স্টপার কিংশুক দেবনাথ ও লুসিয়ানো সাব্রোসা। ডার্বিতে চোট পেলেও মাঝমাঠে সৌভিক চক্রবর্তীর সঙ্গে প্রণয় হালদারেরই থাকার সম্ভবনা বেশি। দু’দিকে কাটসুমি ইউসা ও সনি নর্ডি। স্ট্রাইকিংয়ে গ্লেনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন জেজে লালপেখলুয়া। প্রথম ম্যাচে ঘরের মাঠে জয় তুলে নিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মানসিকভাবে এগিয়ে থাকতে চাইছে মোহনবাগান।

মোহনবাগান : ট্যাম্পাইন্স রোভার্স (যুবভারতী, বুধবার সন্ধ্যে ৭টা)

Advertisement

আরও খবর : ইউটিউব ছাড়া পথ নেই সঞ্জয়ের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন