কন্তে গেলে চলে যাবেন মোরাতাও

ফুটবলারদের সঙ্গে কন্তের সংঘাতের শুরু অবশ্য মরসুমের প্রথম থেকেই। দিয়েগো কোস্তাকে যে ভাবে তিনি টেক্সট মেসেজ করে ছেঁটে ফেলার কথা জানিয়েছিলেন, তাতে অনেকেই বিস্মিত হন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৩১
Share:

সমর্থন: কন্তের পাশে দাঁড়ালেন মোরাতা। ফাইল চিত্র

অশান্তির কালো মেঘ চেলসির অন্দরমহলে আগেই ঢুকে পড়েছিল। এ বার রীতিমতো ঝড় উঠতে শুরু করে দিল।

Advertisement

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)-এ সোমবার রাতে ওয়াটফোর্ডের বিরুদ্ধে ১-৪ গোলে বিধ্বস্ত হওয়ার পরেও চেলসি ম্যানেজার আন্তোনিও কন্তে দাবি করেছিলেন, তাঁর ঘুমের ব্যাঘাত ঘটবে না। কিন্তু আটচল্লিশ ঘণ্টার মধ্যে যে খবর প্রকাশ্যে চলে এল, তাতে ঘুম তো দূরের কথা অস্বস্তি আরও বাড়বে কন্তের।

চেলসি থেকে জোসে মোরিনহো-র বরখাস্ত হওয়ার নেপথ্যে ছিল ফুটবলারদের অসন্তোষ। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলছে কন্তের ক্ষেত্রেও। ব্রিটিশ মিডিয়ার দাবি, ফুটবলারদের একাংশ ম্যানেজারের উপর প্রচণ্ড ক্ষুব্ধ। কন্তের অনুশীলন পদ্ধতি থেকে মানসিকতা— সব কিছু নিয়েই ক্ষোভ রয়েছে ফুটবলারদের। ফলে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি। ব্রিটিশ মিডিয়ার দাবি, মরসুমের মাঝপথে যে ভাবে কড়া অনুশীলন করাচ্ছেন চেলসি ম্যানেজার, তা একেবারেই মেনে নিতে পারছেন না অনেকে। শুধু তাই নয়। কন্তের বিরুদ্ধে দুর্ব্যবহারেরও অভিযোগ তুলছেন কেউ কেউ।

Advertisement

ফুটবলারদের সঙ্গে কন্তের সংঘাতের শুরু অবশ্য মরসুমের প্রথম থেকেই। দিয়েগো কোস্তাকে যে ভাবে তিনি টেক্সট মেসেজ করে ছেঁটে ফেলার কথা জানিয়েছিলেন, তাতে অনেকেই বিস্মিত হন। মরসুম শুরু হওয়ার পরে দাভিদ লুইস ও মিকি বাৎসুয়াইয়ের সঙ্গে সংঘাত শুরু হয় কন্তের। এই বছরের জানুয়ারিতেই চেলসি ছেড়ে লোনে বরুসিয়া ডর্টমুন্ডে চলে যান বেলজিয়ান স্ট্রাইকার।

ইতিমধ্যেই কন্তের পরিবর্তে চেলসির নতুন ম্যানেজার হিসেবে ভেসে উঠেছে লুইস এনরিকের নাম। প্রাক্তন বার্সেলোনা ম্যানেজার অবশ্য তাঁর ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করেননি। ব্রিটিশ মিডিয়ার দাবি, চেলসি মালিক রোমান আব্রামোভিচ নাকি ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছেন স্প্যানিশ ম্যানেজারের সঙ্গে। এনরিকের মতো চেলসি কর্তারাও অবশ্য ব্রিটিশ মিডিয়ার দাবিকে জল্পনা বলে উড়িয়ে দিচ্ছেন।

ঘরে বাইরে প্রবল চাপে বিপর্যস্ত কন্তে অবশ্য পাশে পেলেন একমাত্র আলভারো মোরাতা-কে। মরসুমের শুরুতে দিয়েগো কোস্তার জায়গায় যাঁকে রিয়াল মাদ্রিদ থেকে নিয়ে এসেছেন চেলসি ম্যানেজার। মোরাতা জানিয়ে দিলেন, কন্তেকে সরিয়ে দেওয়া হলে তিনিও চেলসি ছাড়বেন। তিনি বলেছেন, ‘‘কন্তের জন্যই আমি চেলসিতে এসেছি।’’ ওয়াকিবহাল মহলের মতে কন্তেকে চেলসি ম্যানেজারের পদ থেকে সরালে মোরাতাও ক্লাব ছাড়বেন।

স্প্যানিশ তারকার চেলসি ছাড়ার সম্ভাবনা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে নেওয়ার জন্য আসরে নেমে পড়ল প্যারিস সঁ জরমাঁ। স্প্যানিশ মিডিয়ার দাবি, নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র) নাকি ইতিমধ্যেই ক্লাব কর্তাদের পরামর্শ দিয়েছেন মোরাতা-কে নেওয়ার জন্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন