ফুটবলারদের তালিকা জমা দিয়েছেন মর্গ্যান

ট্রেভর জেমস মর্গ্যান ইতিমধ্যেই ফুটবলারদের তালিকা তৈরি করে ফেলেছেন। এবং সেটা ইস্টবেঙ্গলের ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্যকে দিয়েও দিয়েছেন। যদিও পরের মরসুমের জন্য মর্গ্যানের সঙ্গে এখনও কোনও রকম চুক্তি এখনও খাতায়-কলমে হয়নি ইস্টবেঙ্গলের। ইউবি গ্রুপের প্রতিনিধি অমিত সেন অবশ্য বললেন, ‘‘পরের সপ্তাহের মধ্যেই আমরা মর্গ্যানের সঙ্গে বসব। সব কিছুই ঠিক আছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০১৬ ০৩:৩২
Share:

ট্রেভর জেমস মর্গ্যান ইতিমধ্যেই ফুটবলারদের তালিকা তৈরি করে ফেলেছেন। এবং সেটা ইস্টবেঙ্গলের ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্যকে দিয়েও দিয়েছেন।

Advertisement

যদিও পরের মরসুমের জন্য মর্গ্যানের সঙ্গে এখনও কোনও রকম চুক্তি এখনও খাতায়-কলমে হয়নি ইস্টবেঙ্গলের। ইউবি গ্রুপের প্রতিনিধি অমিত সেন অবশ্য বললেন, ‘‘পরের সপ্তাহের মধ্যেই আমরা মর্গ্যানের সঙ্গে বসব। সব কিছুই ঠিক আছে। শুধু খাতায়-কলমে সই হওয়া বাকি। সে সময়ই হয়তো ফুটবলারদের নিয়েও আলোচনা হবে।’’ এর সঙ্গেই অমিতবাবু যোগ করেন, ‘‘ফুটবলারদের একটি তালিকা তৈরি করে মর্গ্যান ফুটবল সচিবকে দিয়েছেন বলেই জানি। তবে তালিকায় কার নাম আছে বা নেই, সেটা আমি জানি না।’’

শনিবার অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার কথা ছিল মর্গ্যানের। কিন্তু ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে আলোচনার জন্যই নিজের ফেরার দিন পিছিয়েছেন ব্রিটিশ কোচ। শুক্রবার রাতে হায়দরাবাদ থেকে ফিরেছেন। শনিবার বিকেলে মর্গ্যানকে ফোনে ধরা হলে ফুটবলারদের তালিকা করে ফুটবল সচিবকে দেওয়ার বিষয়টি অবশ্য পুরোটাই অস্বীকার করেন তিনি। উল্টে বলেন, ‘‘আমার সঙ্গে কর্তারা আলোচনায় বসবেন বলেছেন। তবে কাদের নেওয়া হবে বা কী বাজেট সেটা তো কর্তারা জানেন। তা ছাড়া আমার সঙ্গেই তো এখনও ক্লাবের চুক্তি হয়নি। আগে সেটা হোক।’’ হয়তো এই মুহূর্তে বিষয়টি প্রকাশ্যে আসতে দিতে রাজি নন মেহতাবদের কোচ।

Advertisement

এর সঙ্গে অবশ্য মর্গ্যান জানাতে ভোলেননি, ‘‘বেশ কিছু ফুটবলার আমার নজরে রয়েছে। কয়েক জন ভারতীয় ফুটবলারের খেলা দেখেও আমার ভাল লেগেছে। কিন্তু তাই বলে কাকে নেওয়া হবে, সেটা বলার মতো সময় এখনও আসেনি।’’ সন্তোষবাবু আবার পরিষ্কার করে এ দিন বলে দেন, মর্গ্যানের তালিকা অনুযায়ী ফুটবলার নেওয়া হবে। ‘‘কোচ যেমন ফুটবলার চাইবে, সে রকম ফুটবলারের সঙ্গেই আমরা চুক্তি করার চেষ্টা করব। তবে কোথায় কোনও সমস্যা হলে বা আটকালে তখন কোচের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করতে হবে,’’ বলছিলেন ফুটবল সচিব।

ক্লাব সচিব কল্যাণ মজুমদারের ফুটবলারদের তাড়িয়ে দেওয়ার মন্তব্য নিয়ে আবার রীতিমতো জলঘোলা হচ্ছে। তবে পেশাদারি মানসিকতা নিয়ে মর্গ্যানের মন্তব্য, ‘‘বিশ্বের সব ফুটবল ক্লাবেই নতুন মরসুমে অনেক পরিবর্তন হয়। কিছু ফুটবলারকে রেখে দেওয়া হয়। কিছু নতুন ফুটবলার নেওয়া হয়। এটাই তো নিয়ম।’’

বাংলার ফুটবলার চায় চেন্নাইয়ান: বাংলার অনূর্ধ্ব ১৫ সাব জুনিয়র চ্যাম্পিয়ন দলের ফুটবলারদের নিতে চায় চেন্নাইয়ান অ্যাকাডেমি। কিছু দিন আগে নয়াদিল্লিতে সাব জুনিয়র চ্যাম্পিয়ন হয়েছিল বাংলার অনূর্ধ্ব ১৫ দল। টুর্নামেন্টে খুদে প্রতিভা বাছতে স্পটার পাঠিয়েছিল চেন্নাইয়ান। বাংলার সাত থেকে আট ফুটবলার পছন্দ হয়েছে চেন্নাইয়ানের। সেই দলের সহকারি কোচ ইয়ান ল বললেন, ‘‘চেন্নাইয়ানের সহকারি কোচ বিবেক নাগুলের সঙ্গে আমার কথা হয়েছে। ওরা কিছু দিন বাদেই কলকাতায় আসতে চায়। সাত-আটজন ছাড়াও আরও বাংলার ফুটবলার নেবে ওরা।’’ এ দিন চ্যাম্পিয়ন দলের প্রতিটা সদস্যকে শুভেচ্ছা জানালেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন