বড় সমস্যার মুখে এ বার দুই চাণক্য

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যানেজার জোসে মোরিনহো যখন সমর্থকদের ক্ষোভের মুখে, ঠিক তখনই চেলসি ম্যানেজার আন্তোনিও কন্তে আস্থা ভোট চাইছেন স্ট্যামফোর্ড ব্রিজে তাঁর নিয়োগ কর্তাদের কাছ থেকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:০৭
Share:

উদ্বেগ: দলের পারফরম্যান্স নিয়ে চিন্তায় মোরিনহো ও কন্তে।

ইংলিশ প্রিমিয়ার লিগে দুই বিখ্যাত ম্যানেজারের সময়টা আপাতত ভাল যাচ্ছে না।

Advertisement

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যানেজার জোসে মোরিনহো যখন সমর্থকদের ক্ষোভের মুখে, ঠিক তখনই চেলসি ম্যানেজার আন্তোনিও কন্তে আস্থা ভোট চাইছেন স্ট্যামফোর্ড ব্রিজে তাঁর নিয়োগ কর্তাদের কাছ থেকে।

ঘরের মাঠে সমর্থন ঠিক মতো হচ্ছে না। চলতি মরসুমে নিজের দলের সমর্থকদের এ ভাবে বার বার সমালোচনা করেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যানেজার জোসে মোরিনহো। শনিবার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ইপিএল ম্যাচে হাডার্সফিল্ডের বিরুদ্ধে ২-০ জেতে ম্যান ইউ। তার পরেই সাংবাদিক সম্মেলনে ম্যান ইউ সমর্থকদের সমালোচনা করে মোরিনহো বলেন, ‘‘আর্সেনাল থেকে এসে ম্যান ইউ জার্সি গায়ে তিন ম্যাচ খেলে ফেলল অ্যালেক্সিস স্যাঞ্চেস। ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ম্যাচ খেলল ও। অথচ সমর্থকদের উচ্ছ্বাস কোথায়! যদিও এটা সবাই জানেন, ওল্ড ট্র্যাফোর্ডের মাঠে খেলতে স্বচ্ছন্দ বোধ করেন ম্যান ইউয়ের এই ফুটবলাররা।’’

Advertisement

মোরিনহোর এই মন্তব্যের পরেই তাঁর উপরে ক্ষুব্ধ ম্যান ইউ সমর্থকরা সোমবারই বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘হাডার্সফিল্ড ম্যাচে জয়ের পরে আমাদের ম্যানেজারের ওল্ড ট্র্যাফোর্ডের পরিবেশ, সমর্থন ও উচ্ছ্বাস সংক্রান্ত মন্তব্য নজরে এসেছে। উনি যা বলতে চেয়েছেন, তা ইংল্যান্ডের সব ক্লাবেই দেখা যায়। অ্যাওয়ে ম্যাচে এ পর্যন্ত আমাদের সমর্থকদের ভূমিকা যথেষ্ট প্রশংসাযোগ্য’।

এ দিকে, গত বছর তাঁর কোচিংয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হলেও এ বার লিগ তালিকায় চার নম্বরে আন্তোনিও কন্তের দল। গত সপ্তাহে বোর্নমুথের কাছে ০-৩ হারের পর তাঁকে নিয়েও অসন্তোষ চেলসিতে। এই পরিস্থিতিতে কর্তাদের আস্থা ভোট প্রত্যাশা করে কন্তে বলছেন, ‘‘আমি চাই ক্লাব বিবৃতি দিয়ে বলুক, কন্তের কাজ ও কোচিংয়ে আমাদের আস্থা রয়েছে। কিন্তু আমি জানি, এ রকম অতীতে হয়নি। তা হলে আমার বেলায় আলাদা কিছু ঘটবে কেন?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন