পোগবাকে নিয়ে প্রশ্নে ক্ষুব্ধ মোরিনহো

ইংল্যান্ডের সংবাদমাধ্যমের দাবি, নতুন ম্যানেজার হিসেবে ম্যান ইউ-এর দায়িত্ব নেওয়ার সম্ভাবনা প্রবল জিনেদিন জিদানের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৮ ০৪:৫৮
Share:

মোরিনহো। —ফাইল চিত্র।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অন্দরমহলে অস্বস্তি বেড়েই চলেছে। পল পোগবাকে নিয়ে প্রশ্ন করায় সাংবাদিক বৈঠকে ছেড়ে বেরিয়ে গেলেন জোসে মোরিনহো। ব্রাইটনের বিরুদ্ধে হারের পরেই তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। ইংল্যান্ডের সংবাদমাধ্যমের দাবি, নতুন ম্যানেজার হিসেবে ম্যান ইউ-এর দায়িত্ব নেওয়ার সম্ভাবনা প্রবল জিনেদিন জিদানের। শুক্রবার পোগবা নিয়ে প্রশ্নে মেজাজ হারান মোরিনহো। পোগবা দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যে প্রসঙ্গে মোরিনহো বলেন, ‘‘পোগবাকেই জিজ্ঞেস করুন। ও এই প্রশ্নের উত্তর দিতে পারবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement