মোরিনহো এ বার সরব এফএ নিয়ে

জোসে মোরিনহো ফের জোসে মোরিনহোর মেজাজেই। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠেও এফএ-র বিরুদ্ধে তোপ দাগলেন দ্য স্পেশ্যাল ওয়ান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৭ ০৩:২৯
Share:

উত্তেজিত: ইউরোপা লিগ ম্যাচে ম্যান ইউ কোচ মোরিনহো। ছবি: এএফপি।

জোসে মোরিনহো ফের জোসে মোরিনহোর মেজাজেই। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠেও এফএ-র বিরুদ্ধে তোপ দাগলেন দ্য স্পেশ্যাল ওয়ান।

Advertisement

বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে এফসি রোস্তভকে ১-০ হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচের একমাত্র গোল করেন খুয়ান মাতা। দু’পর্ব মিলিয়ে ২-১ জিতে ইউরোপার কোয়ার্টার ফাইনালে উঠল মোরিনহো। কিন্তু ম্যাচের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় পল পোগবাকে।

তিন দিনের মধ্যে দুটো ম্যাচ খেলতে হয়েছে ম্যান ইউনাইটেডকে। আবার রোস্তভের বিরুদ্ধে খেলার দু’দিন পরে আগামী রবিবার প্রিমিয়ার লিগে মিডলসব্রোর বিরুদ্ধে নামতে হবে মোরিনহোর দলকে। মোরিনহো বলছেন, ‘‘প্রিমিয়ার লিগ যারা চালাচ্ছে তাদের কিছু যায় আসে না। শনিবার সম্ভবত হারব আমরা। ম্যাচটা আবার দিয়েছে পাঁচটায়। ইতালিতে যদি কোনও ক্লাব খেলে চ্যাম্পিয়ন্স লিগে সেই অনুযায়ী লিগের সূচি দেওয়া হয়।’’ সঙ্গে তিনি যোগ করেন, টিভি চুক্তি থেকে আসা টাকার কথা ভেবেই এ রকম সূচি। ‘‘আসলে ওরা প্রতিটা ক্লাবকে এত টাকা দেয় বলেই এ রকম হয়। কিন্তু তাতেও একটু বুঝেসুঝে ম্যাচে দেওয়াই যায়,’’ বলছেন মোরিনহো।

Advertisement

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে আবার ম্যান ইউনাইটেডের সামনে অ্যান্ডারলেখট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement