ভারতে আসতে চান জোসে

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রচারে ভারতে আসতে চান জোসে মোরিনহো! সব কিছু ঠিকঠাক থাকলে জুন মাসে প্রথম বার ভারতের মাটিতে পা দেবেন ‘দ্য স্পেশ্যাল ওয়ান’।

Advertisement

শুভজিৎ মজুমদার

কটক শেষ আপডেট: ১৩ মে ২০১৭ ০৩:৪৩
Share:

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রচারে ভারতে আসতে চান জোসে মোরিনহো! সব কিছু ঠিকঠাক থাকলে জুন মাসে প্রথম বার ভারতের মাটিতে পা দেবেন ‘দ্য স্পেশ্যাল ওয়ান’।

Advertisement

বাহরিনে ফিফা কংগ্রেসে অংশ নিতে গিয়েছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব কুশল দাস। শুক্রবার দেশে ফিরেই দিল্লি থেকে ফোনে তিনি বললেন, ‘‘অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রচারে মোরিনহো নিজেই ভারতে আসার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। জুন মাসেই ওঁর আসার কথা। তবে জুনের কখন উনি ভারতে আসার সময় বার করতে পারবেন, তা এখনও জানা যায়নি বলেই দিনটা চূড়ান্ত হয়নি। আশা করছি, দ্রুত সেই সমস্যাটাও মিটে যাবে।’’

মোরিনহো-র সঙ্গে কি পর্তুগালের আর এক কিংবদন্তি লুইস ফিগোকে দেখা যাবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রচারে? ফেডারেশন সচিব বললেন, ‘‘মোরিনহো একাই আসতে চেয়েছেন। ফিগো-কে আনার পরিকল্পনা আপাতত নেই।’’

Advertisement

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের শেষ ম্যাচ ২১ মে। আয়াক্স আমস্টারডামের বিরুদ্ধে ওয়েন রুনি-রা ইউরোপা লিগ ফাইনাল খেলবেন তার তিন দিন পরে, অর্থাৎ ২৪ মে। সে দিনই সরকারি ভাবে মরসুম শেষ হয়ে যাচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। তবে ৪ জুন প্রাক্তন তারকা মাইকেল ক্যারিক-কে সম্মান জানাতে ওল্ড ট্র্যাফোর্ডে একটি ম্যাচ খেলবেন ম্যান ইউয়ের প্রাক্তন ও বর্তমান ফুটবলাররা। যদিও সেই ম্যাচে ম্যানেজারের ভূমিকায় দেখা যাবে স্যর আলেক্স ফার্গুসন-কে। জুলাইয়ের মাঝামাঝি সপ্তাহে ম্যান ইউয়ের ম্যানেজার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবেন মোরিনহো। প্রাক-মরসুম টুর্নামেন্টে ম্যান ইউ খেলবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যাঞ্চেস্টার সিটি ও লস অ্যাঞ্জেলস-এর মতো দলগুলোর বিরুদ্ধে।

উয়েফা কাপ ফাইনাল ও আমেরিকা সফরের মাঝখানে সপ্তাহ তিনেকের বিরতি রয়েছে। এই সময়টাইতেই কয়েক দিনের জন্য মোরিনহো ভারতে আসবেন বলে আশাবাদী ফেডারেশন কর্তারা।

মোরিনহোর ভারতে আসার আরও একটা কারণ হচ্ছে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সঙ্গে এআইএফএ-এর সুসম্পর্ক। নিকোলাই অ্যাডাম কাণ্ডের পরে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের জন্য নতুন কোচ খোঁজার সময় পর্তুগাল ফুটবল ফেডারেশনের সাহায্য নিয়েছিলেন এআইএফএফ কর্তারা। কোচ হওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১২০জন আবেদন করলেও বেছে নেওয়া হয়েছিল লুইস নর্টন দে মাতোস-কে। শোনা যায় তাঁর নাম সুপারিশ করেছিলেন স্বয়ং মোরিনহো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যানেজার জানিয়েছিলেন, যুব দলের জন্য নর্টন-ই এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা কোচ। নর্টনের সঙ্গে মোরিনহো নিজেও কাজ করেছেন। সেই সূত্রেই দু’জনের মধ্যে দুর্দান্ত সম্পর্ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন