সেনা-কল্যাণে ধোনি

শুধু ভারতীয় বাহিনীর সর্বোচ্চ প্যারাট্রুপার ফোর্সের সাম্মানিক লেফ্টেন্যান্ট কর্নেল হওয়াতেই নিজেকে সীমাবদ্ধ রাখছেন না তিনি। বরং ভারতীয় সৈন্যদের কল্যাণে কিছু করতে উদ্যোগী হয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। ভারতের এক দিনের অধিনায়ক সম্প্রতি ওভালে ‘ক্রিকেট ফর হিরোজ’ বলে যে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, সেই ম্যাচের লভ্যাংশ হিসাবে ধোনির নিজস্ব চ্যারিটি পেয়েছে ২০ হাজার পাউন্ড।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৫ ০৪:১৬
Share:

শুধু ভারতীয় বাহিনীর সর্বোচ্চ প্যারাট্রুপার ফোর্সের সাম্মানিক লেফ্টেন্যান্ট কর্নেল হওয়াতেই নিজেকে সীমাবদ্ধ রাখছেন না তিনি। বরং ভারতীয় সৈন্যদের কল্যাণে কিছু করতে উদ্যোগী হয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। ভারতের এক দিনের অধিনায়ক সম্প্রতি ওভালে ‘ক্রিকেট ফর হিরোজ’ বলে যে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, সেই ম্যাচের লভ্যাংশ হিসাবে ধোনির নিজস্ব চ্যারিটি পেয়েছে ২০ হাজার পাউন্ড। যা লড়াইয়ের ময়দানে ভারতীয় বাহিনীর গুরুতর জখম সৈনিকদের সাহায্যে দান করার সিদ্ধান্ত নিয়েছেন ধোনি। সঙ্গে ব্রিটেনের ‘হেল্প ফর হিরোজ’ ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়ে ভারতেরও সেনাবাহিনীর সাহায্যে একই ধরনের চ্যারিটি ম্যাচের সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছে ধোনির চ্যারিটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন