ঝটিকা সফরে রাঁচী এসে পুজো দিলেন ধোনি

আইপিএলের ঠাসা ক্রীড়াসূচির মধ্যেই রাঁচীর দেউরি মন্দিরে পুজো দেওয়ার সময় বার করে নিলেন মহেন্দ্র সিংহ ধোনি। সঙ্গে তাঁর নতুন বাড়িতেও এক রাত কাটিয়ে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

Advertisement

আর্যভট্ট খান

রাঁচী শেষ আপডেট: ১০ মে ২০১৭ ০৪:২৩
Share:

প্রার্থনা: এক দিনের জন্য রাঁচীতে এসে দেউরি মন্দিরে পুজো দিেয় গেলেন মহেন্দ্র সিংহ ধোনি। নিজস্ব চিত্র

আইপিএলের ঠাসা ক্রীড়াসূচির মধ্যেই রাঁচীর দেউরি মন্দিরে পুজো দেওয়ার সময় বার করে নিলেন মহেন্দ্র সিংহ ধোনি। সঙ্গে তাঁর নতুন বাড়িতেও এক রাত কাটিয়ে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

Advertisement

সোমবার রাতে ঝটিকা সফরে রাঁচী এসেছিলেন ধোনি। মঙ্গলবার ভোর হতে না হতেই তিনি চলে যান রাঁচী থেকে ৪০ কিলোমিটার দূরে দেউরি মন্দিরে। ধোনির এক ঘনিষ্ঠ বন্ধু জানালেন, রিং রোডে ধোনির বাড়ির গৃহপ্রবেশ করে ফেলেছেন ধোনির পরিবারের লোকেরা। পুরনো রাঁচীর হারমুর বাড়ি তাঁরা ছাড়েননি ঠিকই, কিন্তু গৃহপ্রবেশের নিয়ম মেনে নতুন বাড়িতে ধোনির পরিবার পর পর কয়েকটা রাত কাটিয়েছেন। ধোনির ছোটবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘গৃহপ্রবেশে থাকতে না পারায় ধোনির আফসোস ছিল। পরিবারের লোকেরাও চাইছিলেন আইপিএল চলাকালীনই ধোনি নতুন বাড়িতে অন্তত একটা রাত কাটিয়ে যান।’’ সেই মতো সোমবার থেকে মঙ্গলবারই চলে যান ধোনি।

আরও পড়ুন: পঞ্জাব ম্যাচ হেরে মেঘ নাইট আকাশে

Advertisement

ধোনির পরিবারের এক সদস্য জানান, বড় কোনও টুর্নামেন্টে খেলার সুযোগ পেলে ধোনি যেখানেই থাকেন না কেন, দেউরি মায়ের পুজো দেবেনই। সে জন্যই হয়তো শত ব্যস্ততার মধ্যেও তাঁর এই ঝটিকা সফর। প্রথমবার ভারতীয় দলে সুযোগ পাওয়ার পরেও বন্ধুদের সঙ্গে তিনি এসেছিলেন দেউরি মায়ের পুজো দিতে। সোমবার ইংল্যান্ডে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয়েছে। তার পরেই রাঁচী এসে দেউরি মন্দিরে পুজো দিয়ে গেলেন ধোনি।

ধোনি পুজো দিতে আসছেন খবর পেয়ে মন্দিরে চত্বরে ভিড় উপচে পড়েছিল। কেশববাবু বলছিলেন, ‘‘একটা সময় ছিল যখন ধোনি অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পাওয়ার পরেও এখানে পুজো দিয়েছে। তখন মোটরবাইক নিয়ে বন্ধুদের সঙ্গে আসত। আমিও ওর সঙ্গে গিয়েছি কত বার। সময় পাল্টেছে। কিন্তু ধোনির ভক্তি সেই একই থেকে গিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন