আইএসএলে পয়েন্ট টেবলের শীর্ষে উঠে এল মুম্বই সিটি। শনিবার তারা ১-০ হারাল নর্থ ইস্ট ইউনাইটেডকে। ম্যাচের এক মাত্র গোল জ্যাকিচন্দ সিংহের। প্রথমার্ধের শেষ দিকে মুম্বইকে এগিয়ে দেন জ্যাকিচন্দ। ডিফেন্সের ভুলে ম্যাচ থেকে এক বার পিছিয়ে পড়ার পর আর সমতায় ফিরতে পারেনি জন আব্রাহামের টিম। এই জয়ের পর মুম্বই ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল। দুই থেকে তিনে নেমে গেল এটিকে। দু’নম্বরে দিল্লি।