ভুবি ছাড়াই মুম্বইয়ের সামনে আজ হায়দরাবাদ

খানেই অবশ্য শেষ হয়ে যাচ্ছে না হায়দরাবাদের সমস্যা। আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাট করার সময় পড়ে গিয়ে পায়ে টান ধরে ইউসুফ পাঠানের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৮ ১৭:১৮
Share:

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামার আগে বড় ধাক্কা খেল সানরাইজার্স হায়দরাবাদ। পিঠের চোটের জন্য ছিটকে গেলেন ভুবনেশ্বর কুমার।

Advertisement

আজ, ওয়াংখেড়েতে রোহিত শর্মাদের বিরুদ্ধে নামছে হায়দরাবাদ। তার আগে মুম্বইয়ে সংবাদসংস্থাকে হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘‘ভুবি দলের সঙ্গে মুম্বই আসেনি। ও এই ম্যাচ খেলছে না।’’ তবে শিখর ধওয়নকে নিয়ে আশা প্রকাশ করেছেন উইলিয়ামসন। চোটের জন্য আগের ম্যাচে খেলতে পারেননি ধওয়ন। হায়দরাবাদ অধিনায়ক বলেছেন, ‘‘আমরা আশা করছি, মুম্বই ম্যাচটা খেলতে পারবে শিখর।’’

এখানেই অবশ্য শেষ হয়ে যাচ্ছে না হায়দরাবাদের সমস্যা। আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাট করার সময় পড়ে গিয়ে পায়ে টান ধরে ইউসুফ পাঠানের। কী রকম অবস্থা ইউসুফের? উইলিয়ামসন বলেন, ‘‘ইউসুফের কী অবস্থা, একশো ভাগ নিশ্চিত নই। ওর পায়ে টান ধরেছিল। আশা করছি, কাল খেলতে পারবে।’’

Advertisement

রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে চার রানে ম্যাচ হারার পরে তাঁর রিপোর্টে আম্পায়ারের বিরুদ্ধে নাকি অভিযোগ করেছেন উইলিয়ামসন। ১৭ নম্বর ওভারে শার্দূল ঠাকুর একটি ফুলটস বল করেন উইলিয়ামসনকে। রিপ্লেতে দেখা যায়, বল উইলিয়ামসনের কোমরের ওপরে ছিল। কিন্তু আম্পায়ার নো ডাকেননি। হায়দরাবাদ দল সূত্রের খবর, এই ঘটনা নিজের রিপোর্টে উল্লেখ করেছেন অধিনায়ক। দলের এক কর্তা প্রশ্ন তুলেছেন, কেন তৃতীয় আম্পায়ারের সাহায্য নেওয়া হবে না?

এই পরিস্থিতিতে হায়দরাবাদ মুখোমুখি হচ্ছে এমন একটা দলের, যারা পাঁচটির মধ্যে চারটেতে হেরেছে। যা নিয়ে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘‘আমি বোলারদের দোষ দিতে চাই না। কারণ, ম্যাচ বেশির ভাগ সময়ই শেষ ওভারে গিয়েছে। বোলাররা কঠিন অবস্থা থেকে ম্যাচে ফিরিয়ে এনেছে আমাদের। সমস্যাটা মনে হচ্ছে ব্যাটিংয়ে। শেষ ম্যাচে আমরা ভাল জায়গায় থেকেও সুযোগটা নিতে পারিনি। আরও রান তুলতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন