চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে বাদ মুরলী বিজয়

হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট থেকে বাদ পড়লেন ওপেনার মুরলী বিজয়। সোমবার এ কথা জানান টিম ডিরেক্টর রবি শাস্ত্রী। আগামী বুধবারে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে ভারত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৫ ১৬:০৭
Share:

কলম্বোয় অনুশীলনে মুরলী। ছবি: এএফপি।

হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট থেকে বাদ পড়লেন ওপেনার মুরলী বিজয়। সোমবার এ কথা জানান টিম ডিরেক্টর রবি শাস্ত্রী। আগামী বুধবারে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে ভারত। ওই দিন মুরলীর জায়গায় ওপেন করবেন লোকেশ রাহুল। এ দিন শাস্ত্রী বলেন, “বিজয় পুরোপুরি সুস্থ নয়। এই অবস্থায় ওঁকে খেলিয়ে কোনও ঝুঁকি নিতে চাই না।”

Advertisement

এই মহূর্তে ভাল ফর্মে আছেন মুরলী। দল থেকে তাঁর বাদ পড়াটা শ্রীলঙ্কার কাছে সুখবর হলেও ভারতীয় শিবিরের কাছে একটা বড় ধাক্কা। সেটা স্বীকার করেছেন স্বয়ং শাস্ত্রী।

ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ সফরে তাঁর পারফরম্যান্স ধারাবাহিক ছিল। এখনও পর্যন্ত মোট ৩২টি টেস্ট খেলেছেন বিজয়। ৪১.৭৫ গড়ে ২৩৩৮ রান করেন। সেঞ্চুরি রয়েছে ৬টি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement