‘বিশ্বাসঘাতক’ মুরলীধরন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার তিন টেস্টের সিরিজ শুরু হওয়ার আগেই নাটক। শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীধরনকে নিয়ে। শ্রীলঙ্কা বোর্ডের চেয়ারম্যান থিলাঙ্গা সুমাথিপালা আগেই বলছেন তিনি হতাশ মুরলীর অস্ট্রেলিয়ার স্পিন পরামর্শদাতা হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্তে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৬ ০৩:৩৫
Share:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার তিন টেস্টের সিরিজ শুরু হওয়ার আগেই নাটক। শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীধরনকে নিয়ে। শ্রীলঙ্কা বোর্ডের চেয়ারম্যান থিলাঙ্গা সুমাথিপালা আগেই বলছেন তিনি হতাশ মুরলীর অস্ট্রেলিয়ার স্পিন পরামর্শদাতা হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্তে। মুরলীর বিরুদ্ধে আরও অভিযোগ অস্ট্রেলিয়াকে প্র্যাকটিস করাতে পাল্লেকেলে স্টেডিয়ামে জোর করে ঢোকার চেষ্টা করেন। প্রথম টেস্ট যে স্টেডিয়ামে হওয়ার কথা। পি সারা স্টেডিয়ামের তিন দিনের প্রস্তুতি ম্যাচের পিচের চরিত্রও নাকি পাল্টে দেন মুরলী। শ্রীলঙ্কা বোর্ড কর্তারা মুরলীকে ‘বিশ্বাসঘাতক’ বলতেও ছাড়েননি। মুরলী অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement