মুরলীর ভোট পাচ্ছেন ভাজ্জি

হরভজন সিংহ কি জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তনেই সুপারহিট হতে পারবেন? ভারত-বাংলাদেশ সিরিজ শুরুর আগে এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে। আর এই প্রশ্নে ভাজ্জি পাশে পাচ্ছেন এক কিংবদন্তি প্রাক্তন স্পিনারকে— মুথাইয়া মুরলীধরন। যিনি মনে করেন হরভজন সফল হতে পারবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ জুন ২০১৫ ০৩:৩৯
Share:

হরভজন সিংহ কি জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তনেই সুপারহিট হতে পারবেন? ভারত-বাংলাদেশ সিরিজ শুরুর আগে এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে। আর এই প্রশ্নে ভাজ্জি পাশে পাচ্ছেন এক কিংবদন্তি প্রাক্তন স্পিনারকে— মুথাইয়া মুরলীধরন। যিনি মনে করেন হরভজন সফল হতে পারবেন। বুধবার সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সিএবির ভিশন টি-টোয়েন্টির শিবিরে মুরলী বলেন, ‘‘টেস্টে ৪০০ উইকেট তো আর হরভজন এমনি এমনি নেয়নি। ভাল পারফর্ম করছে বলেই সুযোগ পেয়েছে। এই সুযোগটা নিশ্চয়ই ও কাজে লাগিয়ে দেখাবে।’’

Advertisement

কিন্তু টিমে যেখানে রবিচন্দ্রন অশ্বিনের মতো অফস্পিনার আছেন, সেখানে হরভজনের থাকাটা দলের ভারসাম্যে প্রভাব পড়বে না? দু’জনের মধ্যে কোনও এক জনকে বাছতে হলে কোহলির কাকে বাছা উচিত? শ্রীলঙ্কার কিংবদন্তি অফস্পিনার বলে দেন, ‘‘আমি আর কুমার ধর্মসেনাও তো জাতীয় দলে একসঙ্গে খেলেছি। তখন শ্রীলঙ্কা দলের ভারসাম্য নষ্ট হয়েছে বলে তো মনে হয় না। হরভজন আর অশ্বিনের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম।’’

হরভজনের দু’বছর পর জাতীয় দলে ফিরে আসাটা ভারতের স্পিনব্যাঙ্কের দুর্বলতার ইঙ্গিত বলেও মনে করেন না মুরলী। বলেছেন, ‘‘আশঙ্কার কোনও কারণ নেই। ভারত থেকে বিশ্ব ক্রিকেটে অনেক ভাল স্পিনার উঠে এসেছে। আরও আসবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন