Sports News

কাল থেকে রাঁচী টেস্ট, ফিরছেন মুরলী বিজয়

চোটের জন্য খেলতে পারেননি বেঙ্গালুরু টেস্টে। কিন্তু ফিরছেন রাঁচীতে। মুরলী বিজয়। ভারতীয় দলের বিশ্বস্ত ওপেনার। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ভারতীয় ব্যাটিংকে ভরসা দিয়ে এসেছেন সব সময়। বেঙ্গালুরু টেস্টে তাঁর জায়গায় দলে এসেছিলেন অভিনব মুকুন্দ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৭ ১৮:০৬
Share:

মুরলী বিজয় ফিরলেন ভারতীয় দলে। -ফাইল চিত্র।

চোটের জন্য খেলতে পারেননি বেঙ্গালুরু টেস্টে। কিন্তু ফিরছেন রাঁচীতে। মুরলী বিজয়। ভারতীয় দলের বিশ্বস্ত ওপেনার। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ভারতীয় ব্যাটিংকে ভরসা দিয়ে এসেছেন সব সময়। বেঙ্গালুরু টেস্টে তাঁর জায়গায় দলে এসেছিলেন অভিনব মুকুন্দ। যা খবর তাতে বিজয় ফেরায় অভিনবকে বসতে হবে বাইরে। লোকেশ রাহুলের সঙ্গে ব্যাট করতে নামবেন মুরলী বিজয়ই। শুধু তাই নয়, তাঁকে ফেরানোর পিছনে দুটো কারণ বড় করে দেখা দিচ্ছে। এক তো টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতা অনেকবেশি মুরলী বিজয়ের। তার উপর নতুন ও অচেনা পিচে খেলা। এমন অবস্থায় তাঁর অভিজ্ঞতার উপরই ভরসা রাখতে চলেছে টিম ম্যানেজমেন্ট। সঙ্গে তাঁর ক্রিকেট জীবনের ৫০তম টেস্টের সামনে দাঁড়িয়ে তিনি। সেটা রাঁচীতেই সেরে ফেলতে চাইবেন এই ওপেনার।

Advertisement

মুরলী বিজয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গড়ও বেশ ভাল, ৫৫.৯০। বেঙ্গালুরু টেস্টে মুকুন্দ ব্যাট হাতে খেলতে না পারায় মুরলী ফেরায় অনেকটাই স্বস্তিতে বিরাট, কুম্বলেরা। এ ছাড়া ভারতীয় দলে বড় কোনও পরিবর্তনের কোনও ইঙ্গিত নেই। বোলিং আক্রমণ একই থাকার সম্ভাবনা। বাড়তি স্পিনারের প্রয়োজন হতে পারে।

ভারতের সম্ভাব্য দল: মুরলী বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহালি, অজিঙ্ক রাহানে, করুণ নায়ার, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, ইশান্ত শর্মা, উমেশ যাদব।

Advertisement

আরও খবর: মন্থরতম পিচ উপহার দিতে চলেছে রাঁচী

অস্ট্রেলিয়া দলে একাধিক পরিবর্তন এমনিতেই হবে। চোটের জন্য দেশে ফিরে গিয়েছেন মিচেল স্টার্ক ও মিচেল মার্শ। স্টার্কের বদলি হিসেবে প্যাট কামিন্সকে আগেই ডেকে নেওয়া হয়েছে ভারতে। রাঁচী টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন মার্কাস স্তইনিস। তাঁকে ডাকা হয়েছে মার্শের পরিবর্ত হিসেবে। পাঁচ বছর পর টেস্ট দলে ফেরা কামিন্সের দলে জায়গা হবে কী না সেটা সময়ই বলবে। যদি পাঁচ বোলারে খেলে অস্ট্রেলিয়া তা হলে কামিন্সের আসা নিশ্চিত। রাঁচী পিচের চরিত্রের উপরই নির্ভর করবে দল নির্বাচন। এখানে স্পিন সহায়ক পিচই তৈরি করা হয়েছে। তার জন্য অস্ট্রেলিয়া দলে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাস্টন আগর।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য দল: ডেভিড ওয়ার্নার, ম্যাচ রেনশ, শ্যন মার্শ, স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল/মার্কাস স্তইনিস/অ্যাস্টন আগর, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, স্টিভ ও’কিফ, জোশ হ্যাজেলউড, নাথান লিঁয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন