Muthiah Murlidharan

আইসিসি-র হল অফ ফেমে প্রথম শ্রীলঙ্কান মুরলীধরন

শ্রীলঙ্কা থেকে তিনি‌ই প্রথম। তিনি স্পিন লিজেন্ড মুথাইয়া মুরলীধরন। জায়গা করে নিলেন আইসিসি-র হল অফ ফেমে। সেই তালিকায় রয়েছেন ইংল্যান্ডের প্রয়াত ফার্স্ট বোলার জর্জ লোম্যান, অস্ট্রেলিয়ার আর্থার মরিস ও অস্ট্রেলিয়ারই প্রাক্তন মহিলা ক্রিকেট অধিনায়ক ক্যারেন রোল্টন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৬ ১৮:২০
Share:

শ্রীলঙ্কা থেকে তিনি‌ই প্রথম। তিনি স্পিন লিজেন্ড মুথাইয়া মুরলীধরন। জায়গা করে নিলেন আইসিসি-র হল অফ ফেমে। সেই তালিকায় রয়েছেন ইংল্যান্ডের প্রয়াত ফার্স্ট বোলার জর্জ লোম্যান, অস্ট্রেলিয়ার আর্থার মরিস ও অস্ট্রেলিয়ারই প্রাক্তন মহিলা ক্রিকেট অধিনায়ক ক্যারেন রোল্টন। তাঁর ১৯ বছরের ক্রিকেট জীবনে ১৯৯২ থেকে ২০১১ পর্যন্ত মুরলীধরন নিয়েছেন ১০০০ উইকেট। যে তালিকায় রয়েছেন আর মাত্র দু’জন। মুরলীর ঝুলিতে রয়েছে ৮০০ টেস্ট উইকেট ও ৫৩৪টি ওয়ানডে উইকেট। টি২০তে রয়েছে ১৩টি উইকেট।

Advertisement

এই চার ক্রিকেটারকে শুভেচ্ছা জানিয়েছেন আইসিসি-র চিফ এক্সিকিউটিভ ডেভিড রিচার্ডসন। তিনি বলেন, ‘‘আইসিসি ক্রিকেট হল অফ ফেম এবার সেরা চারজনকেই বেছে নিয়েছে। ক্রিকেটের ইতিহাসে সকলের যথেষ্ট অবদান রয়েছে। এবং সকলেরই এই সম্মান প্রাপ্য ছিল।’’ মুরলীধরন সম্পর্কে তিনি বলেন, ‘‘বর্তমান ক্রিকেটে মুরলীধরন একটা যুগ। তাঁর বছরের বছর ধারাবাহিকতা ধরে রাখা শ্রীলঙ্কা ক্রিকেটকে টেস্ট ও ওয়ানডেতে একটা উচ্চতায় নিয়ে গিয়েছিল।’’

আরও খবর

Advertisement

দ্বিতীয় ডোপ টেস্টেও পাশ করতে পারলেন না নরসিংহ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন